For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিরো ওয়েস্টেজ পশ্চিমবঙ্গ, ৪৪ লক্ষ করোনা প্রতিষেধকের ডোজ নষ্ট গত তিনমাসে

জিরো ওয়েস্টেজ পশ্চিমবঙ্গ, ৪৪ লক্ষ করোনা প্রতিষেধকের ডোজ নষ্ট গত তিনমাসে

Google Oneindia Bengali News

বাংলায় নষ্ট হয়নি করোনা টিকা, সেকেন্ড ওয়েভের আগে ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে দেশে বাংলায় করোনা টিকার একটি ডোজও নষ্ট হয়নি। কিন্তু দেশে মোট ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে করোনা টিকার। টিকার জোগান নিয়ে যখন কেন্দ্রের দিকে তির ছুড়ছে একাধিক রাজ্য, তখন এই চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

করোনা টিকার বিপুল পরিমাণ ডোজ নষ্ট দেশে

করোনা টিকার বিপুল পরিমাণ ডোজ নষ্ট দেশে

তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রের কাছে প্রশ্ন রাখা হয়েছিল করোনা টিকা নিয়ে। তার পরিপ্রেক্ষিতেই আরটিআই জানিয়েছে তিন মাসে দেশে করোনা টিকার বিপুল পরিমাণ ডোজ নষ্ট হয়েছে। এই তালিকায় আছে বেশ কিছু রাজ্য। তবে বাংলায় কোনও ডোজ নষ্ট হয়নি বলেই জানিয়েছে আরটিআই কর্তৃপক্ষ।

পাঁচ রাজ্যে টিকা নষ্ট, পশ্চিমবঙ্গে জিরো ওয়েস্টেজ

পাঁচ রাজ্যে টিকা নষ্ট, পশ্চিমবঙ্গে জিরো ওয়েস্টেজ

দেশের মোট পাঁচটি রাজ্য টিকা নষ্টের তালিকায় উপরে রয়েছে। সেই পাঁচ রাজ্য হল- তামিলনাড়ু, হরিয়ানা, পঞ্জাব, মণিপুর এবং তেলেঙ্গানা। তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ অনেক রাজ্য কোনও টিকা নষ্ট করেনি। জানুয়ারির মাঝামাঝি টিকাকরণ শুরু হওয়ার পর থেকে ১১ এপ্রিল পর্যন্ত তিনমাসের তথ্য অনুযায়ী এই রিপোর্ট মিলেছে।

তিন মাসে কোথায় কত করোনা টিকার ডোজ নষ্ট

তিন মাসে কোথায় কত করোনা টিকার ডোজ নষ্ট

১১ এপ্রিল পর্যন্ত করোনা টিকার ১০ কোটি ডোজ ব্যবহার হয়েছে দেশে। মোট ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে। করোনা টিকা নষ্ট করার তালিকায় সবথেকে এগিয়ে তামিলনাড়ু। তামিলনাড়ুতে ১২ শতাংশ টিকা নষ্ট হয়েছে, হরিয়ানায় ৯.৭৪ শতাংশ টিকা, পঞ্জাবে ৮.১২ শতাংশ, মণিপুরে ৭.৮ শতাংশ টিকা এবং তেলেঙ্গানায় ৭.৫৫ শতাংশ টিকা।

জিরো ওয়েস্টেজের তালিকায় বাংলা ছাড়া কে কে

জিরো ওয়েস্টেজের তালিকায় বাংলা ছাড়া কে কে

পশ্চিমবঙ্গ ছাড়া জিরো ওয়েস্টেজ রাজ্যের তালিকায় রয়েছে কেরল, হিমাচল প্রদেশ, মিজোরাম, গোয়া, দমন ও দিউ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ। টিকার জোগানে ঘাটতি নিয়ে সরব হয়েছে অনেক রাজ্য। তার মধ্যে রয়েছে দিল্লি, পঞ্জাব এবং মহারাষ্ট্র। বিজেপিশাসিত রাজ্যগুলিতে থেকে এই রাজ্যগুলিতে টিকা সরবরাহের পরিমাণ কম।

করোনা মোকাবিলায় এবার তৎপর সেনা, অদৃশ্য শত্রু নিধনে কোন পথ, রোড ম্যাপ তৈরি করছে প্রতিরক্ষামন্ত্রককরোনা মোকাবিলায় এবার তৎপর সেনা, অদৃশ্য শত্রু নিধনে কোন পথ, রোড ম্যাপ তৈরি করছে প্রতিরক্ষামন্ত্রক

English summary
West Bengal is zero wastage state when forty four lacs corona vaccine dose are spoiled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X