For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি, অবসরের পরেই মিলবে ৩ লক্ষ, বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় প্রস্তাব মমতার

৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি, অবসরের পরেই মিলবে ৩ লক্ষ, বাজেটে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় প্রস্তাব মমতার

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিকে তাকিয়ে একদিকে শিক্ষক নিয়োগের কথা বললেন অন্যদিকে পার্শ্বশিক্ষকদেরও দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ শুক্রবার উত্তাল হয়ে ওঠে কলকাতা। রণক্ষেত্রের চেহারা নেয় সুবোধ মল্লিক স্কোয়্যার। এই টানাপোড়েনের মাঝে শুক্রবার অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দিলেন। অন্যদিকে, বিভিন্ন স্কুলে পার্শ্ব শিক্ষক আরও নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি পার্শ্বশিক্ষকদের একাংশ।

৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে

৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে

পার্শ্ব শিক্ষকদের জন্যে কার্যত এদিন জনদরদি হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এদিন প্রস্তাব করে বলেন যে, প্রতি বছর রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে৷ একই সঙ্গে অবসরের পর, অর্থাৎ ৬০ বছর পূর্ণ হলে অবসরকালীন ভাতা হিসাবে এককালীন ৩ লক্ষ টাকা এক্স গ্রাসিয়া পাবেন পার্শ্ব শিক্ষকরা। এই জন্যে আগামী পাঁচবছরের জন্যে বেশ কয়েকশো কোটি টাকা বরাদ্দের কথা বলেন মুখ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা। ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বিকাশ ভবনের কাছে মঞ্চ বেঁধে লাগাতার অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। যদিও এর মধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই বিষয়ে দাবি জানানো হলেও কাজ হয়নি। সেদিকে তাকিয়েই আজ নবান্ন অভিযানের ডাক দেয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। আর এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার একাংশ।

পার্শ্ব শিক্ষকদের জন্যে চাকরির সুযোগ

পার্শ্ব শিক্ষকদের জন্যে চাকরির সুযোগ

শুধু বেতন বৃদ্ধিই নয়, বাজেটে পার্শ্ব শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রেও একটা রাস্তা দেখালেন মুখ্যমন্ত্রী। বাজেটে এদিন মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন যেম অফশিলি এবং অন্যান্য ভাষাভাষীদের জন্যে কয়েকশ স্কুল তৈরি করা হবে। যার মধ্যে আগামী তিন বছরের মধ্যে তফশিলি জাতি এবং আদিবাসীদের জন্য ১০০টি নতুন ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে। আর এই সমস্ত স্কুলগুলিতে নিয়োগ করা হবে ৩০০ পার্শ্বশিক্ষক৷ এর পাশাপাশি অলচিকি ভাষাতেও রাজ্যে ৫০০টি নতুন স্কুল তৈরি করা হবে৷ অলচিকি ভাষার এই স্কুল গুলির জন্য নিয়োগ করা হবে দেড় হাজার পার্শ্ব শিক্ষক৷ এর ছাড়াও নেপালি, হিন্দি ভাষাতেও নতুন স্কুল তৈরির কথা বলেছেন এদিন মুখ্যমন্ত্রী। স্কুল তৈরি করলেই তো হবে না, এই সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের যে সমস্ত মাদ্রাসা এখনও সরকারি অনুমোদন পায়না, সেগুলিকে সরকারের একটা ছাতার তলার কথা এদিন বাজেটে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

 ‘তরুণের স্বপ্ন’

‘তরুণের স্বপ্ন’

শুধু বাজেটের শিক্ষকদের ক্ষেত্রেই নতুন রাস্তা খুলে দিলেন না মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের জন্যেও নয়া প্রকল্পের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আগামী অর্থবর্ষ থেকে প্রতিবছর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়া হবে। যাতে তাঁদের পড়াশোনার সুবিধা হয়। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'তরুণের স্বপ্ন'। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ। অনলাইনেই পড়াশুনা হচ্ছে। কিন্তু অনেক সময়েই দেখা গিয়েছে যে, অনলাইনে পড়ার ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামো নেই। ফলে এই প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফলে এবার ট্যাব দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

যদিও এবারই ট্যাব দেওয়ার কথা বলেছিলেন। ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব প্রদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ট্যাব জোগাড় না হওয়াতে ১০ হাজার টাকা করে পড়ুয়াদের অ্যাকাউন্টে দিয়ে দেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সরকারের শেষ বাজেট

তৃণমূল সরকারের শেষ বাজেট

ইতিমধ্যে বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। মুখ্যমন্ত্রীই গত কয়েকদিন আগে জানিয়েছেন, আগামী আর কয়েকদিনের মধ্যেই ভোট ঘোষণা হতে পারে বঙ্গে। এই অবস্থায় দ্বিতীয় মমতা সরকারের শেষ বাজেট পেশ করলেন তিনি। তবে তাঁর আত্মবিশ্বাস, মসৃণ বাজেটের মতো আগামিদিনে মসৃণ সরকার আসবে।

ষাঠোর্ধ্ব সকল রাজ্যবাসীকে পেনশন, কোটির বেশি চাকরি! নির্বাচনের আগে কল্পতরু মমতা ষাঠোর্ধ্ব সকল রাজ্যবাসীকে পেনশন, কোটির বেশি চাকরি! নির্বাচনের আগে কল্পতরু মমতা

English summary
West Bengal Interim Budget 2021: Mamata Banerjee announce para-teacher increase in salary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X