For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথা ভাঙাতেই বিশ্বাসী উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অর্চিষ্মান, আর কী বললেন

উচ্চমাধ্যমিকে এই বছর কলকাতাকে টেক্কা দিয়ে জেলার ছেলে মেয়েদের জয়জয়কার। আর ২০১৭ সালের উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে স্বভাবতই খুশি হুগলী কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান পাণিগ্রাহী।

Google Oneindia Bengali News

উচ্চমাধ্যমিকে এই বছর কলকাতাকে টেক্কা দিয়ে জেলার ছেলে মেয়েদের জয়জয়কার। আর ২০১৭ সালের উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে স্বভাবতই খুশি হুগলী কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান পাণিগ্রাহী। জয়েন্ট পরীক্ষায় অংশ নিলেও, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয়, বরং আগামীদিনে পদার্থবিদ্যায় গবেষণা করার ইচ্ছে তাঁর। এরকম অনন্য সাফল্য অর্জনে উচ্ছসিত অর্চিষ্মান জানালেন তাঁর প্রতিক্রিয়া।[উচ্চ মাধ্যমিকে প্রথম হুগলির অর্চিস্মান পাণিগ্রাহী, দেখে নিন মেধা তালিকা]

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিয়েই অর্চিষ্মান ভালো রেজাল্টের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানিয়েছে, " ভালো ফল হবে তা পরীক্ষা দেওয়ার পরই জানতাম। নম্বরের হিসাব রাখিনি।" উচ্চমাধ্যমিকে এই সাফল্য পেয়ে কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে , অর্চিষ্মান জানান তিনি খুব খুশি। পাশাপাশি অর্চিষ্মানের আশপাশের সকলেই তাঁকে নিয়ে উচ্ছসিত বলেও জানায় এই মেধাবী ছাত্র। উচ্চমাধ্যমিকে তাঁর প্রতিটি বিষয়ের জন্য ১ জন করে শিক্ষক ছিলেন বলে জানিয়েছেন অর্চিষ্মান।[প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, ফের কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর]

প্রথা ভাঙাতেই বিশ্বাসী উচ্চমাধ্যমিকের প্রথম স্থানাধিকারী অর্চিষ্মান, আর কী বললেন

৯৯. ২ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের প্রথম অর্চিষ্মান , ৫ থেকে ৬ ঘণ্টা পড়াশুনো করতেন বলে জানিয়েছেন। হুগলীর এই মেধাবী ছাত্রের বক্তব্য, "পরীক্ষার সময় ৯-১০ ঘণ্টা করে পড়েছি। দিনের বেলা বেশি করে পড়তাম।" আগামীদিনে অর্চিষ্মানের স্বপ্ন ,পদার্থ বিদ্যায় গবেষণা করার। সে জানিয়েছে," আগামী দিনে পদার্থবিদ্যাায় গবেষণা করতে চাই। গবেষক হওয়াটাই আমার লক্ষ্য। পদার্থবিদ্যা আর অঙ্ক আমার পছন্দের বিষয়। পদার্থবিদ্যা নিয়েই স্নাতক স্তরে ভর্তি হব।" উল্লেখ্য পদার্থবিদ্যা ও অঙ্ক নিয়ে 'স্ট্যাক এক্সচেঞ্জের' সাইটেও রয়েছে অর্চিষ্মানের প্রোফাইল।[আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, কোন ওয়েবসাইটে জানবেন ফলাফল?]

হুগলী কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান অবসর সময় গল্পের বই পড়তে ভালোবাসেন। মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা লীলা মজুমদারের লেখা পড়তেই পছন্দ করেন । এছাড়াও অর্চিষ্মান জানিয়েছেন, "খেলাধূলা করি। ব্যটামিন্টন বেশি ভালোবাসি। " শুধু তাই নয়, গিটার বাজাতে ভালোবাসেন রাজ্যের প্রথম স্থানাধিকারী অর্চিষ্মান পাণিগ্রাহী। আগামী দিনে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্দেশে , এই বছরের প্রথম স্থানাধিকারির পরামর্শ-"নিজেদের ঘাটতি মেরামত করতে হবে। টেস্ট পেপার সল্ভ করতে হবে। আর ট্ক্সট বই ভালো করে পড়ত হবে। সেই সঙ্গে বিভিন্ন প্রশ্নপত্র ক্রমাগত সল্ভ করে যেতে হবে।"

English summary
west bengal higher secondary topper's interest and aspirations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X