উচ্চমাধ্যমিক ২০২০: আর খানিকক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ! ওয়েবসাইটের তালিকা একনজরে
আর মাত্র খানিকক্ষণের অপেক্ষা। তারপরই প্রকাশ হতে চলেছে ২০২০ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল। ২০২০ সালের পরীক্ষা অন্যান্যবারের পরীক্ষার থেকে সম্পূর্ণ আলাদা। যে ঘরানায় এবছর পরীক্ষা আয়োজন করা হয়েছে তা কোনও যুগেই দেখেনি কেউ! করোনার মারণ দংশনে গোটা বিশ্ব যেখানে আক্রান্ত, সেখানে স্কুল পড়ুয়াদের পরীক্ষা নিয়ে প্রশাসনও নাজেহাল ছিল।

২০২০ সালে উচ্চমাধ্যমিক চলাকালীনই আচমকা তা বন্ধ করতে বাধ্য হয়েছে সরকার। করোনার জেরে দেশজুড়ো লকডাউনের মধ্যে আচমকাই থমকে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা। বিভ্রান্ত হয়েছেন বহু পড়ুয়া। তবুও বারবার সরকারের তরফে আশ্বাস এসেছে। এমন অবস্থায় শেষমেশ আজ ১৭ জুলাই বিকেল ৩:৩০ মিনিট নাগাদ প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল।
wbresults.nic.in, exametc.com এই ওয়েব সাইটে বিকেল ৪ টে থেকে ফলাফল প্রকাশ হবে। তার আগে পর্ষদের তরফে একটি সাংবাদিক সম্মেলনে ফলপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এদিকে, একাধিক ওয়েবসাইটে নাম ও রোল নম্বর দিয়েও উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। সেই ওয়েবসাইটগুলি একনজরে দেখে নেওয়া যাক।

- www.results.shiksha,
- www.westbengal.shiksha,
- www.westbengalonline.in,
- www.indiaresults.com, www.jagranjosh.com,
- www.technoindiagroup.com
- www.technoindiauniversity.ac.in,
- http://tigpublicschool.org
- www.fastresult.in