For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর প্রস্তাব ওড়াল নিজের দফতরই, করোনার চিকিৎসা নিয়ে জারি হল নির্দেশিকা

রোগীকে বাড়িতে রেখেই করোনার চিকিৎসার প্রস্তাব ওড়াল মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বাস্থ্য দফতর।

  • |
Google Oneindia Bengali News

রোগীকে বাড়িতে রেখেই করোনার চিকিৎসার প্রস্তাব ওড়াল মুখ্যমন্ত্রীর অধীনে থাকা স্বাস্থ্য দফতর। সোমবার বিকেলে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল কেউ বাড়িতেই থেকেই করোনার চিকিৎসা করাতে পারেন। যদিও রাতে স্বাস্থ্যসচিবের জারি করা নির্দেশিকায় জানানো হয়, করোনা পজিটিভ রোগীদের হাসপাতালে রেখেই চিকিৎসা করাতে হবে।

বাড়িতে চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য

বাড়িতে চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য

সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ বাড়িতে চিকিৎসা করাতে চাইলে করাতে পারেন। টেলিমেডিসিনের মাধ্যমে বাড়িতেই চিকিৎসা চলতে পারে বলে জানিয়েছিলেন তিনি। তাঁর মতে হোম কোয়ারেন্টাইন সব থেকে নিরাপদ। একমাত্র যাঁরা খুব সংকটজনক তাঁদের হাসপাতালে চিকিৎসা চলতে পারে।

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আঁতকে উঠেছিলেন অনেকে

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আঁতকে উঠেছিলেন অনেকে

টিভির মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচারিত হওয়ার সময়ই অনেকেই আঁতকে ওঠেন। সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। রাজ্যে কি হাসপাতালগুলি করোনার রোগীতে ভর্তি, তা নিয়ে প্রশ্ন শুরু করেন বিরোধী রাজনৈতিক নেতারা।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা

সোমবার রাতে করোনার চিকিৎসা নিয়ে নির্দেশিকা জারি করেন স্বাস্থ্যসচিব। সেখানে জানানো হয়, হোম কোয়ারেন্টাইনে থাকতে পারবেন শুধুমাত্র করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরা। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়, যাঁদের করোনা পজিটিভ আসবে, তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা বাধ্যতামূলক।

English summary
West Bengal Health Dept issues order on treatment of COVID positive cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X