For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্য পরিকাঠামো নজরদারিতে ৫ সদস্যের পর্যবেক্ষক দল গঠন স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য পরিকাঠামো নজরদারিতে ৫ সদস্যের পর্যবেক্ষক দল গঠন স্বাস্থ্য দফতরের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর স্ব-মূল্যায়নে নজরদারির জন্য এবার ৫ সদস্যের বিশেষ পর্যবেক্ষণ দল গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর দ্বারা গঠিত পর্যবেক্ষণ দল কলকাতার যে পাঁচটি কোভিড-১৯ হাসপাতালেৎনিয়মিত নজরদারি চালাবে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর ।

স্বাস্থ্য পরিকাঠামো নজরদারিতে ৫ সদস্যের পর্যবেক্ষক দল গঠন স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীরা ভর্তি আছে এম আর বাঙ্গুর হসপিটাল, বেলেঘাটা আইডি অ্যান্ড বিজি হসপিটাল, রাজারহাটের সিএনসিআই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস, আমরি সল্টলেক অ্যান্ড ডিসান হসপিটাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ। তাই এই মুহূর্তে এই হাসপাতাল গুলির স্বাস্থ্য পরিকাঠামো চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে চায় স্বাস্থ্য দফতর। পরে রাজ্যের অন্যান্য হাসপাতালগুলো খতিয়ে দেখার পরিকাঠামোর জন্য পর্যবেক্ষণ টিম গঠন করা হবে বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। গত ৪ দিনে প্রতিদিনই গড়ে ১০০ জন করে করা রোগী চিহ্নিত হচ্ছেন। শনিবার রাজ্যে নতুন করে ১০৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যেভাবে বিপুল হারে রাজ্যে করোনা রোগী ধরা পড়ছে, তাতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়মিত খতিয়ে না দেখলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এমনটাই মত চিকিৎসকদের একাংশের। তাই সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের।

মমতাই ট্রেন চাইছেন না, প্রমাণ দিলেন অধীর! দাবি নিয়ে রাজ্যের পাশের থাকার বার্তামমতাই ট্রেন চাইছেন না, প্রমাণ দিলেন অধীর! দাবি নিয়ে রাজ্যের পাশের থাকার বার্তা

English summary
West Bengal health department form special team for health infrustructure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X