For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

র‍্যাপিড টেস্টে কলকাতায় ২ আক্রান্তের হদিশ! কিট ত্রুটিযুক্ত হওয়ার কারণ খুঁজে পেল আইসিএমআর

র‍্যাপিড কিটে কলকাতায় ২ আক্রান্তের হদিশ! কিট ত্রুটিযুক্ত হওয়ার কারণ খুঁজে পেল আইসিএমআর

  • |
Google Oneindia Bengali News

আইসিএমআর-এর কাছ থেকে র‍্যাপিড টেস্টের জন্য প্রথম সেট কিট পেল রাজ্য স্বাস্থ্য দফতর। এর আগে রাজ্য সরকারের তরফে অভিযোগ করে বলা হয়েছিল আইসিএমআর তাদের ত্রুটিযুক্ত কিট পাঠিয়েছে।

র‍্যাপিড টেস্ট ২ জনের ফল পজেটিভ

র‍্যাপিড টেস্ট ২ জনের ফল পজেটিভ

স্বাস্থ্য দফতর জানিয়েছে ওই র‍্যাপিড টেস্টের কিট দিয়েই কলকাতা ও হাওড়ায় ৭৮ জনের র‍্যাপিড টেস্ট করা হয়েছিল। তার মধ্যে থেকে ২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এরা দুজনই কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ত্রুটিযুক্ত কিট ফিরিয়ে নিল নাইসেড

ত্রুটিযুক্ত কিট ফিরিয়ে নিল নাইসেড

অন্যদিকে নাইসেডের তরফ থেকে ত্রুটি যুক্ত কিট রাজ্য সরকারের বিভিন্ন ল্যাব থেকে তুলে নেওয়া হয়েছে। তার বদলে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির কিট দেওয়া হয়েছে।

রাজ্যের অভিযোগ

রাজ্যের অভিযোগ

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের থেকে অভিযোগ করা হয়েছিল আইসিএমআর-এর সরবরাহ করা কিট ত্রুটিযুক্ত। এইসব কিটে করা পরীক্ষার রিপোর্ট অসম্পূর্ণ আসছিল। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে আইসিএমআর ও নাইসেড।

তাপমাত্রা বেশ হলে ত্রুটি আসার সম্ভাবনা

তাপমাত্রা বেশ হলে ত্রুটি আসার সম্ভাবনা

আইসিএমআর-এর তরপে জানানো হয়, এইশব কিট আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন প্রাপ্ত। তবে সেগুলিকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে রাখায় ভুল ফল আসতে পারে বলেও জানিয়েছিলেন তারা। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

প্রতীকী ছবি

English summary
West Bengal has received first set of rapid test kit from ICMR. On the other hand ICMR withdraws defective test kit from West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X