For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করল কাউন্সিল, দেখে নিন কবে কী পরীক্ষা

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। এবার প্রকাশ্যে এলো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। এবার প্রকাশ্যে এলো উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২০ সালের ১২ মার্চ থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং ভোকেশনাল স্টাডিজ, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্টের মতো বিষয়ের জন্য পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা করা হয়েছে।

২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করল কাউন্সিল

একনজরে দেখে নেওয়া যাক কবে কী পরীক্ষা

১২.‌৩.‌২০২০-প্রথম ভাষা

১৪.‌৩.‌২০২০-দ্বিতীয় ভাষা

১৬.‌৩.‌২০- জীবন বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান

১৭.‌৩.‌২০- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং ভোকেশনাল স্টাডিজ

১৮.‌৩.‌২০- অঙ্ক, মনস্তত্ব, প্রত্নতত্ব, অ্যাগ্রোনমি, ইতিহাস

১৯.‌৩.‌২০- কম্পিউটার সায়েন্স, মর্ডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্ট

২১.‌৩.‌২০- কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শণ এবং সমাজবিদ্যা

২৩.‌৩.‌২০- পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

২৫.‌৩.‌২০- রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি ভাষা

২৭.‌৩.‌২০- স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট

English summary
West Bengal H‌igher Secondary Examination 2020's date and time announced
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X