For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ হাজার গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে কী অবস্থা চলছে, কী বলছে রাজ্য সরকার

পঞ্চায়েত ভোটের কারণে রাজ্যের গ্রুপ ডি পদে নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে। মোট ৬ হাজার পদে কর্মী নিয়োগ করার কথা ছিল।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের কারণে রাজ্যের গ্রুপ ডি পদে নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছিল। মোট ৬ হাজার পদে কর্মী নিয়োগ করার কথা ছিল। তা বন্ধ রাখা হয়েছিল। তবে ফের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে।

৬ হাজার গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে কী অবস্থা চলছে, কী বলছে রাজ্য সরকার

জানা গিয়েছে, শূন্য পদ পূরণ না হওয়াতেই ফের ইন্টারভিউ চলছে। যদিও ইতিমধ্যেই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছিল। ভোটের কারণে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ স্থগিত রাখা হয়। তবে ফের কাট-অফ মার্কস কমিয়ে ইন্টারভিউ চলছে। আগে ৫ হাজার পদ পূরণ হয়েছিল। বাকী হাজার পদ পূরণ না হওয়াতেই এই সিদ্ধান্ত।

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক, কৃষি প্রযুক্তি সহায়ক, মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর পদে নিয়োগের প্রক্রিয়া পাশাপাশি চলবে বলে জানানো হয়েছে। প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অধীন থাকলেও পরে তার ভার পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া হয়। ফলে আগামী সপ্তাহে তালিকা প্রকাশ হতে পারে।

আগামিদিনে রাজ্যে ১৩ হাজার শূন্যপদে লোক নিয়োগ হবে। যার মধ্যে রাজ্য পুলিশে কনস্টেবল পদে ৫৩০০ পদে লোকনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। এছাড়া ৮০০ সাব ইনস্পেক্টর পদে নিয়োগও হবে। মে মাসে পঞ্চায়েত ভোটের ফলাফল বেরনোর পরে ফের এই নিয়ে তৎপরতা শুরু করবে রাজ্য সরকার।

English summary
Group D post recruitment postponed as Panchayat Election 2018 approaching in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X