For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে এবার রেশনেই মিলবে পিঁয়াজ! উদ্যোগ মমতার তৃণমূল সরকারের

পিঁয়াজের ঝাঁঝ হেঁশেল ময়। এ ঝাঁঝ যে সে ঝাঁঝ নয়। দামের ঝাঁঝে যাঁরা এককেজি পিঁয়াজ একসঙ্গে কিনতেন, তাঁদের অনেকেই কিনছেন আড়াইশো করে। সেই পরিস্থিতি থেকে রাজ্যের মানুষকে একটু রেহাই দিতে চায় সরকার।

  • |
Google Oneindia Bengali News

পিঁয়াজের ঝাঁঝ হেঁশেল ময়। এ ঝাঁঝ যে সে ঝাঁঝ নয়। দামের ঝাঁঝে যারা এক কেজি পিঁয়াজ একসঙ্গে কিনতেন, তাঁদের অনেকেই কিনছেন আড়াইশো গ্রাম করে। সেই পরিস্থিতি থেকে রাজ্যের মানুষকে একটু রেহাই দিতে চায় সরকার। সেই ব্যাপারে গণবন্টন ব্যবস্থার সাহায্য নিতে চায় সরকার। প্রথম পর্যায়ে আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানগুলিকে দিয়ে শুরু করা হচ্ছে। পরে এই সুবিধা রাজ্যে সর্বত্র পৌঁছে দেওয়া হবে।

এবার পিঁয়াজ রেশন দোকান থেকে

এবার পিঁয়াজ রেশন দোকান থেকে

তবে রেশন দোকান থেকে পিঁয়াজ বিক্রি করলে তো সব মানুষের কাছে পৌঁছবে না। স্বীকার করে নিয়ে আধিকারিকরা জানাচ্ছেন, কিছু মানুষের কাছে তা পৌঁছে দিতে পারলে বাজারের মূল্য কিছুটা কমবে। তাদের আশা পরবর্তী সময়ে জেলার রেশন দোকানগুলি থেকে পিঁয়াজ বিক্রি শুরু হলে চাহিদা ও ফারাকের মধ্যে লাগাম পড়ানো যাবে। রেশন দোকান থেকে যে পিঁয়াজ বিক্রি করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতার নশোটি দোকান থেকে এই পিঁয়াজ মিলবে।

সুফল বাংলার স্টলে পিঁয়াজ মিলছে কম দামে

সুফল বাংলার স্টলে পিঁয়াজ মিলছে কম দামে

একসপ্তাহ আগেই পিঁয়াজের মূল্য ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। আপাত ভাবে কিছু কিছু মানুষ কম দামে পিঁয়াজ পাওয়ার সুবিধা পেয়েছেন সুফল বাংলার স্টলের মাধ্যমে।

 বাজার থেকে পিঁয়াজ কিনবে কৃষি বিপণন দফতর

বাজার থেকে পিঁয়াজ কিনবে কৃষি বিপণন দফতর

জানা গিয়েছে, বাজার থেকে কৃষি বিপণন দফতর পিঁয়াজ কিনে তা গণবন্টন দফতরকে দেবে।

 যতদিন দাম না কমবে ততদিন ব্যবস্থা

যতদিন দাম না কমবে ততদিন ব্যবস্থা

সরকারি সূত্রে দাবি করা হয়েছে, যতদিন না পর্যন্ত পিঁয়াজের দাম নাগালের মধ্যে আসছে, ততদিন পর্যন্ত সরকারি পদক্ষেপ জারি থাকবে।

English summary
West Bengal Govt will sold Onion from Fare Price Shop that is Ration Shop throughout the State. At present Onion is selling at Rs 59 per Kilo from Sufal Bangla stalls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X