For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৩ মে 'প্রাক্তন' হবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী! ঘড়ি ধরে সময় জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী

২৩ মে বেলা দেড়টায় রাজ্যের তৃণমূল সরকারের পতন হবে। নিজের নির্বাচানী সভায় এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তৃণমূলের ১০০ জন বিধায়ক দলবদলে তৈরি আছেন।

  • |
Google Oneindia Bengali News

২৩ মে দুপুর দেড়টায় রাজ্যের তৃণমূল সরকারের পতন হবে। নিজের নির্বাচানী সভায় এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা তথা বসিরহাট কেন্দ্রের লোকসভা প্রার্থী সায়ন্তন বসু। তৃণমূলের ১০০ জন বিধায়ক দলবদলের জন্য তৈরি রয়েছেন। সরকার থেকে সমর্থন প্রত্যাহারের চিঠিও তৈরি হয়ে গিয়েছে। এমনটাই দাবি করেছেন সায়ন্তন বসু।

২৩ তারিখেই ভাঙবে তৃণমূল সরকার

সায়ন্তন বসু বলেন, ২৩ তারিখ ১১ টার সময় ফলাফল আসতে শুরু করবে। শুরু থেকেই দেখা যাবে তৃণমূল পিছিয়ে পড়ছে। ১২ টায় দেখা যাবে
তৃণমূল হারছে। আর একটায় দেখা যাবে তৃণমূল হেরে গিয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, ১০০ জন তৃণমূল বিধায়ক সেই দিনই দলবদলে তৈরি
আছেন। তাঁদের চিঠিও তৈরি হয়ে গিয়েছে। বেলা দেড়টার সময় সেই চিঠি রাজ্যপালের কাছে পৌঁছে দেওয়ার পরেই সরকার ভেঙে যাবে বলে দাবি
করেছেন তিনি।

বেলা দেড়টায় মমতা হবেন প্রাক্তন

বেলা দেড়টায় মমতা হবেন প্রাক্তন

২৩ মে বেলা দেড়টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। এপ্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন সায়ন্তন বসু।
তিনি বলেন, ভাইপো ভাবছেন, পিসি প্রধানমন্ত্রী হলে, তিনি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে কটি আসন দরকার প্রশ্ন করেন এই বিজেপি প্রার্থী।
কিন্তু দিদিমনি লড়াই করছেন ৪২ টি আসনে।

'সবাইকে সঙ্গে করে চলবে বিজেপি'

'সবাইকে সঙ্গে করে চলবে বিজেপি'

সভা থেকে সায়ন্তন বসু বলেন, এক উন্নত ভারতের লক্ষ্যে সবাইকে সঙ্গে করে নিয়ে চলবে বিজেপি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল ভাবছে তারা উড়ছে। কিন্তু ২৩ তারিখ সবাই আকাশ থেকে পড়বে বলেও মন্তব্য করেন সায়ন্তন বসু।

English summary
West Bengal Govt will be brokem on 23rd May 1.30pm, says Sayantan Basu. He is famous for controversial speech. Some days back EC showcaused him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X