For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সংক্রমণ মোকাবিলা, একের পর এক নির্দেশিকা রাজ্য সরকারের

করোনার সংক্রমণ মোকাবিলা, একের পর এক নির্দেশিকা রাজ্য সরকারের

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় আপাতত করোনা ভাইরাস আক্রান্ত এক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই ঘটনাকে কলকাতার বলতে রাজি নন। বিলেত থেকে আসা বলে বর্ণনা করেছেন তিনি। সংক্রমিত আমলার পুত্র আস্তে আস্তে সুস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, আমলা ও তাঁর চিকিৎসক স্বামীর শরীরে করোনার হদিশ পাওয়া যায়নি। কিন্তু এই ভাইরাস যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হবে বলেও জানা গিয়েছে।

আইসোলেশন ওয়ার্ড থাকা হাসপাতালগুলিতে মেডিক্যাল বোর্ড

আইসোলেশন ওয়ার্ড থাকা হাসপাতালগুলিতে মেডিক্যাল বোর্ড

যেসব হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই সব হাসপাতালে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মেডিক্যাল বোর্ডে শিশুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন, ফুসফুস, ইএনটি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মাইক্রোবায়োলজিস্ট রাখতে হবে।

সম্ভব হলে সিসিইউ ওয়ার্ড

সম্ভব হলে সিসিইউ ওয়ার্ড

হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত এবং সন্দেহভাজনদের জন্য পৃথ আইসোলেশন ওয়ার্ড তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি সম্ভব বলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিচ অর্থাৎ সিসিইউ তৈরি করতে হবে। এই সিসিইউতে কোনওভাবেই করোনায় সন্দেহজনক রোগীকে ভর্তি করা যাবে না।

ফাঁকা বিল্ডিং-এ আইসোলেশন ওয়ার্ড

ফাঁকা বিল্ডিং-এ আইসোলেশন ওয়ার্ড

হাসপাতালগুলিতে সাধারণ রোগীর ভিড় থাকে। তাই করোনা নিয়ে আসা সন্দেহজনক রোগীদের জন্য ফাঁকা বিল্ডিং কিংবা আলাদা বিল্ডিং-এ আইসোলেশন ওয়ার্ড তৈরির কথা বলা হয়েছে।

নতুন তিনটি পরীক্ষা কেন্দ্র

নতুন তিনটি পরীক্ষা কেন্দ্র

রাজ্যে খুব তাড়াতাড়ি নতুন করে তিনটি করোনার জন্য পরীক্ষা কেন্দ্র চালু করা হবে। সেগুলি হবে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এছাড়াও মুর্শিদাবাদ এবং মালদা মেডিক্যাল কলেজেও দ্রুত পরীক্ষা কেন্দ্র গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি হাসপাতালে ফিভার ক্লিনিক

প্রতিটি হাসপাতালে ফিভার ক্লিনিক

রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে আলাদা করে ফিভার ক্লিনিক গড়ে তোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল

চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল

প্রয়োজনে চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশ নিয়ে আদালতে জোড়া ধাক্কা কংগ্রেসের! ক্রমেই প্রশস্ত হচ্ছে বিজেপির রাস্তা মধ্যপ্রদেশ নিয়ে আদালতে জোড়া ধাক্কা কংগ্রেসের! ক্রমেই প্রশস্ত হচ্ছে বিজেপির রাস্তা

English summary
West Bengal Govt takes new steps to combat Coronavirus. There will be a meeting at Swastha Bhaban today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X