For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে '২১ শে অন্নপূর্ণা'র চমক মমতার

রাজ্যবাসীর পেট ভরাতে কল্পতরু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচেই পঞ্চায়েত ভোটের আগেই চালু হতে চলেছে ২১ শে অন্নপূর্ণা প্রকল্প

  • |
Google Oneindia Bengali News

রাজ্যবাসীর পেট ভরাতে কল্পতরু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচেই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য ব্যাপী চালু হতে চলেছে ২১ শে অন্নপূর্ণা প্রকল্প। মাত্র ২১ টাকাতেই মিলবে ভাত, ডাল, মাছ, সবজি।

পঞ্চায়েত ভোটের আগেই '২১ শে অন্নপূর্ণা'র চমক রাজ্যে

পিপিপি মডেলে বেনফিসের সঙ্গে কলকাতায় প্রকল্প চালু হয়েছে অনেক আগেই। পাইলট প্রকল্পের অঙ্গ হিসেবে কলকাতা ও আশপাশের এলাকায় রাস্তার পাশে মৎস্য দফতরের বিশেষ গাড়ির মাধ্যমে এই পরিষেবা দেওয়া হয়। ১ মে থেকে জেলা সদরগুলিতে এই প্রকল্প চালু করা হবে। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা পুরসভা এলাকায় প্রায় ২২ টি গাড়ির মাধ্যমে এই প্রকল্প চালু রয়েছে। কলকাতা ছাড়াও রাজারহাট, সল্টলেকেও এই পরিবেষা দেওয়া হয়। এবার এই পরিধি আরও বাড়ানো হবে। এর জন্য কেনা হচ্ছে ১০০ টি ব্যাটারি চালিত গাড়ি।

নবান্ন সূত্রে খবর, আপাতত জেলাসদরগুলিতে জেলাশাসকের অফিসের সামনে এই গাড়ি রাখা থাকবে। গ্রাম থেকে অনেকেই জেলাসদরে কাজে যান। কিন্তু তাঁদের বেশি টাকায় খাবার কিনে খেতে হয়। তাই তাঁদের সুবিধার জন্যই ২১ টাকায় পেট ভরে ভাত, ডাল, মাছ, সবজি দেওয়ার উদ্যোগ সরকারের। কলকাতায় পাইলট প্রকল্পের কাজে সাড়া মেলায় জেলাগুলিতে ২১শে অন্নপূর্ণা প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

English summary
West Bengal govt takes initiative to give meal at Rs 21 in all district head quarters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X