For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা থেকে বিমান চলাচল ফের শুরু হবে ২৮ মে! যাত্রীদের জন্য নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা থেকে বিমান চলাচল ফের শুরু হবে ২৮ মে! যাত্রীদের জন্য নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের

Google Oneindia Bengali News

কলকাতার সঙ্গে বাকি দেশের বিমান চলাচল শুরু হচ্ছে ২৮ মে। তার আগে মঙ্গলবার আন্তর্দেশীয় বিমান চলাচল নিয়ে নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সেখানে যাত্রীদের স্বঘোষিত ফর্মে স্বাক্ষর করতে হবে বাংলায় পা রাখার পরেই। পাশাপাশি ১৪ দিন স্বাস্থের দিকে নজরদারির কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

উপসর্গহীন ব্যক্তিদেরই বিমানে চড়ার জন্য অনুমতি

উপসর্গহীন ব্যক্তিদেরই বিমানে চড়ার জন্য অনুমতি

বিমানে যেসব যাত্রী কলকাতা থেকে যাবেন, সেইসব যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হবে এয়ারপোর্টেই। উপসর্গহীন ব্যক্তিদেরই বিমানে চড়ার জন্য অনুমতি দেওয়া হবে।

 বিমানবন্দরেই স্বাস্থ্য পরীক্ষা

বিমানবন্দরেই স্বাস্থ্য পরীক্ষা

কলকাতা বিমানবন্দরে যেসব যাত্রী পা রাখবেন, তাঁদের শারীরিক পরীক্ষা সেখানেই করা হবে। কেবলমাত্র উপসর্গহীন ব্যক্তিদেরই নির্দিষ্ট গন্তব্যে যেতে দেওয়া হবে। পাশাপাশি তাঁদের ১৪ দিন স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথাও বলা হবে। যদি কারও উপসর্গ দেখা দেয়, তাহলে স্থানীয় মেডিক্যাল অফিসা কিংবা রাজ্যের কলসেন্টারে ফোন করতে হবে।

উপসর্গ থাকলেই পরীক্ষা

উপসর্গ থাকলেই পরীক্ষা

যেসব যাত্রীর ক্ষেত্রে উপসর্গ পাওয়া যাবে, তাঁদের ক্ষেত্রে আলাদা করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উপসর্গ বেশি থাকলেই হাসপাতালে ভর্তি

উপসর্গ বেশি থাকলেই হাসপাতালে ভর্তি

যেসব আগত যাত্রীর ক্ষেত্রে উপসর্গ বেশি দেখা দেবে, তাঁদেরকে কোভিড হাসপাতালে ভর্তি করানো হবে। যাঁদের ক্ষেত্রে হাল্কা লক্ষণ দেখা দেবে, তাঁদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন কিংবা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হবে।

দিতে হবে স্ব-ঘোষণা পত্র

দিতে হবে স্ব-ঘোষণা পত্র

আগত যাত্রীদের সবাইকে স্ব-ঘোষণা পত্রে স্বাক্ষর করতে হবে। সেখানে বলা থাকবে গত দুমাসে তাঁদের কেউ কোভিড-১৯ পজিটিভ প্রমাণিত হয়নি।

পরিষ্কার পরিচ্ছান ও স্যানিটাইজার রাখতে হবে

পরিষ্কার পরিচ্ছান ও স্যানিটাইজার রাখতে হবে

নির্দেশিকায় আরও বলা হয়েছে, নিয়মিত বিমানবন্দরে স্যানিটাইজেশন করতে হবে। পাশাপাশি বিমানবন্দরে পর্যাপ্ত সাবান এবং স্যানিটাইজার রাখতে হবে।

লাদাখ সীমান্তে উত্তেজনা, ডোকলামের থেকেও বড় দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে ভারত-চিন সম্পর্ক!লাদাখ সীমান্তে উত্তেজনা, ডোকলামের থেকেও বড় দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে ভারত-চিন সম্পর্ক!

English summary
West Bengal Govt issues guidelines for air travel as domestic flight services starts from 28 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X