For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ববাংলা শারদ সম্মানে কোন ক্লাব কাদের টেক্কা দিল, দেখুন একনজরে

এবার পুজোয় চোখ ধাঁধালো কোন প্যাণ্ডেল! নজর কাড়ল কোন কোন প্রতিমা! কার ভাবনা চমকে দিল সবাইকে! কে হল সেরা, কে সেরার সেরা! তার ফলাফলই ঘোষণা করল তথ্যও সংস্কৃতি দফতর।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

এবার পুজোয় চোখ ধাঁধালো কোন প্যাণ্ডেল! নজর কাড়ল কোন কোন প্রতিমা! কার ভাবনা চমকে দিল সবাইকে! কে হল সেরা, কে সেরার সেরা! তার ফলাফলই ঘোষণা করল তথ্যও সংস্কৃতি দফতর। সোমবার বিশ্ববাংলা শারদ সম্মানের প্রাপকদের নাম ঘোষণা করেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তথ্যও সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এবার কলকাতা বাদে সংলগ্ন পুরসভাগুলি অর্থাৎ দমদম, বিধাননগর, বরানগর, ও হাওড়া পুরনিগম মিলিয়ে সেরার সেরা মোট ১৭টি পুজো কমিটিকেও পুরস্কার দেওয়া হবে।

৭৫টি পুজো কমিটিকে পুরস্কার

৭৫টি পুজো কমিটিকে পুরস্কার

সেরা প্রতিমা, সেরা মন্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা ভাবনা, সেরা আবিষ্কার, সেরা থিম সঙ্গীত বা আবহ ও সেরা পরিবেশ বান্ধব, সেরা ব্যান্ডিং, সেরা ঢাকেশ্বরী ও বিশ্ববাংলা সাবেকি পুজোর বিচারের নিরিখে ৭৫টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে।

কলকাতার বাইরের পুজোকেও পুরস্কার

কলকাতার বাইরের পুজোকেও পুরস্কার

এছাড়াও কলকাতা ছাড়া ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ বিভাগে বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে। তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, সেরার সেরা - সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বড়িশা ক্লাব, বেহালা নতুন দল, কালীঘাট মিলন সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা, হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি, টালা পার্ক বারোয়ারী, আহিরীটোলা সর্বজনীন, কাশীবোস লেন সর্বজনীন দূর্গোৎসব, সল্টলেক একে ব্লক, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব, দমদম তরুণ সংঘ, ৯৫ পল্লি পার্ক।

সেরা প্রতিমা

সেরা প্রতিমা

সেরা প্রতিমা- কালীঘাট মিলন সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, কুমোরটুলি সর্বজনীন, টালা প্রত্যয়, সল্টলেক এফডি ব্লক, আলিপুর সর্বজনীন অজেয় সংহতি, মুদিয়ালি, কসবা বোসপুকুর, তালবাগান সর্বজনীন, আদি বালিগঞ্জ। সেরা মন্ডপ বাবু বাগান, ৪১ পল্লী, যোধপুর পার্ক সর্বজনীন, সেলিম পল্লী, রাজডাঙা নবোদয় সংঘ, উল্টোডাঙা তেলেঙ্গা বাগান, ৭৪ পল্লি, মহম্মদ আলি পার্ক।

সেরা আলোকসজ্জা

সেরা আলোকসজ্জা

হিন্দুস্তান ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি, কলেজ স্কোয়ার, ৬৪ পল্লি, সিমলা ব্যায়াম সমিতি, খিদিরপুর ২৫ পল্লি, মানিকতলা চালতাবাগান।

 সেরা ভাবনা

সেরা ভাবনা

চক্রবেড়িয়া বকুলতলা সর্বজনীন, সমাজসেবী দক্ষিণ কলকাতা সর্বজনীন, চোরবাগান, আলাপি হাতিবাগান সর্বজনীন, ভবানীপুর ৭৫ পল্লি, স্বাধীন সংঘ, বালিগঞ্জ কালচারাল, ৬৬ পল্লী, শিব মন্দির, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, ভরত চক্র, বরানগর নেতাজী কলোনি লো ল্যান্ড।

সেরা আবিষ্কার

সেরা আবিষ্কার

শ্রী সংঘ বাটাম ক্লাব, কামত হরি সুভাষপল্লী, বেঙ্গল বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন। সেরা থিম সং - সুরুচি সংঘ। পরিবেশবান্ধব - সংঘশ্রী, কোলাহল, যুব মৈত্রী, গরিয়া নবদুর্গা(মিতালী সংঘ), ১৪ পল্লী নবোদয় সংঘ, ফতেপুর দুর্গোৎসব কমিটি।
সেরা ব্র্যান্ডিং - বেহালা নতুন সংঘ, রাম নগর পুলিশ ক্যাম্প দুর্গোৎসব কমিটি।

সেরা ঢাকেশ্বরী

সেরা ঢাকেশ্বরী

স্টেট ব্যাঙ্ক পার্ক সর্বজনীন, ২১ পল্লী। বিশ্ব বাংলা সেরা সাবেকি - বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন।

মমতা সরকারের উদ্যোগ

মমতা সরকারের উদ্যোগ

২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হয়। রাজ্য সরকারের অনুপ্রেরণায় তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে গত পাঁচ বছর ধরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের ব্যবস্থা করা হয় পুজো কমিটিগুলোকে আরও আগ্রহী করে তোলার জন্য।

English summary
West Bengal govt. facilitates Durga Puja organisers with various awards of Biswa Bangla Sarad Samman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X