For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম বাংলায়

সেল্ফ হেল্প গ্রুপের ক্ষেত্রে বাংলায় ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম। দুই শতাংশেরও নিচে। এমনটাই দাবি করেছেন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিব ছোটেন লামা।

  • |
Google Oneindia Bengali News

সেল্ফ হেল্প গ্রুপের ক্ষেত্রে বাংলায় ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম। দুই শতাংশেরও নিচে। এমনটাই দাবি করেছেন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিব ছোটেন লামা। তিনি বলেছেন, ওয়েস্টবেঙ্গল স্টেট রুরাল, লাইভলিহুড মিশনের আনন্দধারা স্কিমে দারিদ্র দূরকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কিমে মহিলাদের স্বনির্ভরতায় উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদের পরিমাণ সব থেকে কম বাংলায়

আনন্দধারা স্কিমের প্রাথমিক উদ্দেশ্যই হল স্থানীয় পঞ্চায়েতের সক্রিয় সহযোগিতায় কৃষি উদ্যোগ পরিচালনা করা। রাজ্যে লাইভলিহুড মিশনের অধীনে প্রায় ৫০০০ জন প্রাণী মিত্র রয়েছেন। আর রাজ্যে রয়েছে প্রায় আটলক্ষের মতো সেল্ফ হেল্প গ্রুপ। ন্যাশনাল লাইভলিহুড মিশনের প্রাথমিক উদ্দেশ্যই হল এই স্বনির্ভর উদ্যোগগুলির ক্ষমতা বাড়িয়ে তোলা।

ছোটেন লামা ওয়েস্টবেঙ্গল স্টেট লাইভলিহুড মিশনের সিইও-ও। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে। এঁদের জন্য প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে একলক্ষ টাকা করে দেওয়াও হয়। স্বনির্ভর উদ্যোগ গোষ্ঠীর সদস্যের পরিবারের কেউ মারা গেলে এই তহবিল থেকে সাহায্য করা হয়ে থাকে।

বাংলা এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার মহিলা রয়েছেন, যাঁরা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্ক লিঙ্কেজে সাহায্য করে থাকেন। তাঁরাই গ্রামীণ মহিলা উদ্যোগপতিদের আর্থিক সাহায্যের বিষয়ে সাহায্য করেন।

মমতার ছবির সামনে দাঁড়ান অদ্ভুত জীবনীশক্তি পাবেন, আবেগতাড়িত বার্তা বিডিও’রমমতার ছবির সামনে দাঁড়ান অদ্ভুত জীবনীশক্তি পাবেন, আবেগতাড়িত বার্তা বিডিও’র

অতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে ফড়নবিশকে, কটাক্ষ সঞ্জয় রাউতেরঅতিরিক্ত আত্মবিশ্বাসই ডুবিয়েছে ফড়নবিশকে, কটাক্ষ সঞ্জয় রাউতের

English summary
West Bengal Govt claims Bengal has lowest NPA in India in the Self Help Group portfolio, which is less than 2 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X