For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি বছরেই দরকার আরও টাকা, নতুন করে ঋণের ফাঁদে রাজ্য

নতুন করে ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের শেষ অংশের রাজ্য চালানোর কাজে ফের ২ হাজার কোটি টাকা ধার নিতে যাচ্ছে রাজ্য। চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই ৩২ হাজার কোটি টাকা ধার করেছে।

  • |
Google Oneindia Bengali News

নতুন করে ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের শেষ অংশের রাজ্য চালানোর কাজে ফের ২ হাজার কোটি টাকা ধার নিতে যাচ্ছে রাজ্য। চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই ৩২ হাজার কোটি টাকা ধার করেছে রাজ্য সরকার।

চলতি বছরেই দরকার আরও টাকা, নতুন করে ঋণের ফাঁদে রাজ্য

ক্ষমতায় আসার পর থেকে বারবার বাম আমলের ঋণের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই ঋণ তাঁর উন্নয়নে বাধার সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন। সাম্প্রতিক জেলাসফরে অন্য অভিযোগের সঙ্গে একই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে ও কর্মীদের বেতন দিতে রাজ্য সরকারকে ঋণ নিতে হচ্ছে। একইসঙ্গে তিনি নতুন ঋণ নেওয়ার কারণ হিসেবে বাম আমলের ঋণের সুদ মেটানোর কারণ উল্লেখ করেছিলেন।

রাজ্যের ধারের তালিকায় যুক্ত হতে চলেছে আরও ২ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে রাজ্য ঋণ নিয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকার মতো।

চলতি বছরেই দরকার আরও টাকা, নতুন করে ঋণের ফাঁদে রাজ্য

রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার বছরে অর্থাৎ ২০১১-১২ আর্থিক বছরে রাজ্যের ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ১৯০ কোটি টাকা। পরের বছর অর্থাৎ ২০১২-১৩ আর্থিক বছরে ঋণের পরিমাণ ছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা। ২০১৩-১৪ আর্থিক বছরে রাজ্যের ঋণের পরিমাণ ছিল ২১ হাজার কোটি টাকা। এর পরের থেকে ঋণের পরিমাণ ক্রমশই বেড়েছে। ২০১৬-১৭ সালে এই ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার কোটি টাকা। আর এই বছরে তা এখনও ৩২ হাজার কোটি। ২ হাজার কোটি ঋণ নিলে তা গিয়ে দাঁড়াবে ৩৪ হাজার কোটিতে।

আর এই ২ হাজার কোটি ঋণের সঙ্গে রাজ্য সরকারের সর্বমোট ঋণের পরিমাণ তিন লক্ষ কোটি ছাড়িয়ে যাবে বলেই খবর নবান্ন সূত্রে।

English summary
West Bengal Govt again going to take loan from the Market for present financial year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X