For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'চাড্ডা, নাড্ডা, ফাড্ডা , ভাড্ডা' মন্তব্যে জোর ধাক্কা! রাজ্যপাল নিলেন বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

ডায়মন্ডহারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে তিনি গতকালই ডেকে পাঠান, রাজ্যপুলিশের ডিজি ও মুখ্যসচিবকে। এরপর সে রাজ্যপালের একের পর এক টুইটবাণ।

রাজ্যসরকার পক্ষের 'নীরবতা', নিয়ে প্রশ্ন, অসন্তোষ

রাজ্যসরকার পক্ষের 'নীরবতা', নিয়ে প্রশ্ন, অসন্তোষ

বৃহস্পতিবার রাজ্যপাল গভীর অসন্তোষ প্রকাশ করেন ডায়মন্ডহারবারের পরিস্থিতি নিয়ে। এই কারণেই তিনি রাজ্যপুলিশের ডিজি ও মুখ্যসচিবকে ডেকে পাঠান। প্রসঙ্গত , রাজ্যপুলিশ আগেই জানিয়েছিল ডায়মন্ডহারবারে কিছুই হয়নি। এমন পরিস্থিতিতে রাজ্যপ্রশাসনের দুই তাবড় কর্তার থেকে 'নীরবতা' পেয়েছেন বলেই টুইটে উল্লেখ করেছেন রাজ্যপাল ধনখড়।

 অমিত শাহের জবাবদিহি তলব

অমিত শাহের জবাবদিহি তলব

এদিকে, জেপি নাড্ডার নিরাপত্তা নিয়ে দিলীপ ঘোষের তরফে অমিত শাহের কাছে গিয়েছে চিঠি। সেই জায়গা থেকে এবার কোমর কষেছে বিজেপি। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবান্নের কাছে গোটা ঘটনার জবাব জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন।

'চাড্ডা, নাড্ডা, ফাড্ডা , ভাড্ডা', মন্তব্য ও রাজ্যপাল

'চাড্ডা, নাড্ডা, ফাড্ডা , ভাড্ডা', মন্তব্য ও রাজ্যপাল

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মেয়োরোডের সভায় বলেন, 'চাড্ডা, নাড্ডা, ফাড্ডা , ভাড্ডা প্রতিদিন আসছে। .. হোমমিনিস্টার আসছে। নিজেরা ন্যাশনাল টিভিতে পাবলিসিটি পেতে এসব করছে। ১ জনের সঙ্গে কেন ৫০ টা গাড়ি যাবে? কী করে ভিডিও তুললেন?' মমতার এই মন্তব্য ঘিরে অসন্তোষ প্রকাশ করে রাজ্যপাল নিয়েছেন বড়সড় পদক্ষেপ।

 রাজ্যপালের পদক্ষেপ

রাজ্যপালের পদক্ষেপ

রাজ্যপাল এক টুইটে মমতার এই মন্তব্যের ভিডিও তুলে ধরে লেখেন, 'মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে এই মন্তব্য প্রত্যাহার করুন। এই ধরনের মন্তব্য বাংলা ভাষা সংস্কৃতির পরিপন্থী। '

English summary
West Bengal Governor targets Mamata's comment over JP Nadda also met DGP and secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X