For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশের তৈরি ভ্যাকসিন গ্রহণ করে গর্বিত', করোনার ভ্যাকসিন নিয়ে জানালেন রাজ্যপাল

নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে বিভিন্ন রাজ্যে। বাড়ছে আতঙ্কও। নতুন করে একাধিক রাজ্যে লকডাউন জারি করা হচ্ছে। এই অবস্থায় করোনার ভ্যাকসিন নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

  • |
Google Oneindia Bengali News

নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে বিভিন্ন রাজ্যে। বাড়ছে আতঙ্কও। নতুন করে একাধিক রাজ্যে লকডাউন জারি করা হচ্ছে। এই অবস্থায় করোনার ভ্যাকসিন নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

করোনার ভ্যাকসিন নিলেন রাজ্যপাল ধনকড়

করোনার ভ্যাকসিন নিয়েছেন তাঁর স্ত্রীও। ভ্যাকসিন নেওয়ার পর সস্ত্রীক রাজ্যপাল ভালো রয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া তাঁদের শরীরে দেখা যায়নি বলেই খবর।

জানা যাচ্ছে,আজ বৃহস্পতিবার করোনার ভ্যাকসিন নেন। সকালেই স্ত্রীকে নিয়ে তিনি পৌঁছে যান আলিপুর কমান্ড হাসপাতালে। সেখানেই করোনা টিকা নেন জগদীপ ধনকড়। তাঁর স্ত্রী সুদেশ ধনকড়কেও করোনার ভ্যাকসিন দেন স্বাস্থ্যকর্মীরা। পরে টুইট করে নিজেদের সেই টিকাগ্রহণের খবর জানান ধনকড়। একটি ভিডিও রাজ্যপাল তাঁর টুইটার আক্যাউন্টে দেন। সেখানে দেখা যায় বেশ হাসিমুখেই করোনার টিকা নিচ্ছেন রাজ্যপাল ধনকড়।

টিকাগ্রহণের পর আলিপুর কমান্ড হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকড় বলেন, "করোনাযুদ্ধে ভারতের ভূমিকা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। বিশ্বের অন্যান্য দেশ এখন ভ্যাকসিনের জন্য ভারতের মুখাপেক্ষী। এই অবস্থায় আমি দেশের তৈরি ভ্যাকসিন গ্রহণ করে গর্বিত।" স্বাস্থ্যকর্মী, চিকিৎসক-সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যপাল।

অন্যদিকে, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা তাঁর প্রথম কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ নিলেন বলে জানা গিয়েছে। এ কথা নিজে টুইটে ঘোষণা করেন মোদী। এদিন টুইটে জানিয়েছেন যে তাঁর মা হীরাবেন মোদী কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

মোদী টুইটে লেখেন, '‌আনন্দ সহকারে এটা আপনাদের সকলের কাছে জানাচ্ছি যে আমার মা আজ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেম। আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি যে আপনার চারপাশে থাকা মানুষদের অনুপ্রাণিত ও সাহায্য করুন যাঁরা এই ভ্যাকসিন নেওয়ার যোগ্য।'‌

গত ১ মার্চ থেকে দেশজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে। এই পর্যায়ে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর এবং তার বেশি ও একাধিক রোগ রয়েছে তাঁরাই এই টিকা গ্রহণ করতে পারবেন।

পাশাপাশি মহারাষ্ট্র জুড়ে কোভিড পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হতে শুরু করেছে। মহারাষ্ট্রের বহু এলাকায় করোনার নতুন করে সংক্রমণর জেরে প্রশাসনের তরফে নয়া বিধি নিষেধ কার্যকর করা হয়েছে। এদিকে নাগপুরে লকডাউন জারি হয়ে গেল মার্চ মাসের ১৫ তারিখ থেকে। বুধবার মহারাষ্ট্রের নাগপুরেই শুধু নতুন করে ১৭১০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে।

এরপরই সেখানে লকডাউন জারি হয়েছে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা সেখানে জারি রয়েছে। এর আগে কল্যাণ ডম্বিভ্যালি এলাকায় অত্যাবশ্যকীয় নয়, এমন দোকানপাট বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। তবে তা সন্ধঅযে ৭ টার পর বন্ধ করার কথা বলা হয়েছে। তবে রেস্তোরাঁতে কোন মতেই নতুন করে বিধি আরোপিত হয়নি।

English summary
west bengal governor jagdeep dhankhar takes covid-vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X