For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অসমর্থনযোগ্য তথ্য প্রকাশ করছে রাজ্যসরকার'! গণপিটুনি প্রতিরোধ সহ ২ টি বিল নিয়ে বৈঠকের ডাক ধনকড়ের

'অসমর্থনযোগ্য তথ্য প্রকাশ করছে রাজ্যসরকার'! গণপিটুনি বিরোধী সহ ২ টি বিল নিয়ে বৈঠকের ডাক ধনকরের

  • |
Google Oneindia Bengali News

ফের একবার সংঘাতের পথে রাজ্যপাল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার আরও একবার চেনা মেজাজে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় মমতার সরকারের দিকে তোপ দেগে রাজ্যের দুটি বিল নিয়ে সর্বদবলীয় বৈঠকের ডাক দিয়েছেন। যে বৈঠকের কথা তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করেছেন। এরপরই শুরু হয়েছে বাংলার রাজনীতিতে নয়া তোলপাড়।

সর্বদলীয় বৈঠকের পোস্ট ও মমতাকে ধনকড়ের ট্যাগ

সর্বদলীয় বৈঠকটি মূলত এসসি,এসটি বিল ২০১৯ এবং গণপিটুনি প্রতিরোধকারী বিল ২০১৯ নিয়ে ডেকেছেন রাজ্যপাল। আগামী ১৭ তারিখ রাজভবনে এই বিল নিয়ে রাজ্যের সমস্তক'টি পরিষদীয় দলকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। আগামী ১৭ তারিখ দুপুর ১২ টায় এই বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যপাল।

মমতার বিরুদ্ধে তোপ

এদিনও চেনা মেজাজে রাজ্যপাল মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। রাজ্যপালের দাবি, যেহেতেু জনমসমক্ষে বেশ কয়েকটি তথ্য একপাক্ষিকভাবে দেওয়া হচ্ছে আর বেশ কয়েকটি তথ্য় অসমর্থনযোগ্য বলে দাবি করেছেন রাজ্যপাল। আর সেই জন্যই এমন বৈঠক বলে দাবি করা হয়েছে।

রাজ্যপাল- মমতা সরকার সংঘাত

রাজ্যপাল- মমতা সরকার সংঘাত

এর আগে , মমতার সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সংঘাত দেখা দিয়েছে। রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাতের সূত্রপাত জেলাস্তরে প্রশাসনিক বৈঠক ঘিরে। এর সঙ্গে যুক্ত হয় হেলিকপ্টার না পাওয়া নিয়ে রাজ্যপালের ক্ষোভ রাজ্যসরকারের বিরুদ্ধে। তারপর এনআরসি, সিএএ নিয়ে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মমতার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন রাজ্যপাল ধনকড়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও একচুল জমি ছাড়েননি রাজ্যাপালের বিরোধীতায়।

English summary
West Bengal Governor Dhankar calls for all party meeting on Lynching issue at state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X