For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণে রাশ টানতে নয়া পন্থা বঙ্গে, জেলা শহরগুলিতে নতুন করোনা বিধি জারি

করোনা সংক্রমণে রাশ টানতে নয়া পন্থা বঙ্গে, জেলা শহরগুলিতে নতুন করোনা বিধি জারি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণে নিয়ন্ত্রণে আনতে এবার পকেট লকডাউনের পথ নিয়েছে বাংলা। রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে পকেট লকডাউন। মাইক্রো কন্টেমেন্ট জোন চিহ্নিত করা হচ্ছে। সেখানে লকডাউন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে দোকান বাজার বন্ধ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে।

করোনা সংক্রমণে রাশ টানতে নয়া পন্থা বঙ্গে, জেলা শহরগুলিতে নতুন করোনা বিধি জারি

একাধিক জেলা শহরে লকডাউন শুরু হয়ে গিয়েছে। রাজপুর সোনারপুর এলাকায় পরপর চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ বারবারই রাজপুর সোনারপুর এলাকায় বেশি বেড়েছিল। সেটা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়েছিল। সেকারণেই আরও বেশি করে করোনা সংক্রমণের থার্ড ওয়েভের শুরুতেই করোন সংক্রমণ ভয়ানক আকার নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর এলাকায়। সেকারণেই আগে থেকে লকডাউনের পথে হেঁটেছে জেলা প্রশাসন।

রাজপুর সোনারপুর এলাকার পাশাপাশি ক্যানিংয়েও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেও সপ্তাহে চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসতেও সপ্তাহে তিনদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণে রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় করোনা সংক্রমণে রাশ টানতে মিনি কন্টেমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অশোকনগরের পোস্ট অফিসের কাছে পূর্ত ভবনে সেফহোম করা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে মধ্যমগ্রাম পুরএলাকাতেও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বাজার। নির্দেশিকা জারি করেছে পুরসভা। করোনা সংক্রমণে রাশ টানতেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বীরভূমের সিউড়ি পুর এলাকাতেও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সিউড়ি পুর এলাকায় সব দোকানবাজার বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে বোলপুর পুর এলাকাতেও দুপুর ২টোর পর সব দোকান বাজার বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

দেনায় হাবুডুবু সরকার, একতা বৃদ্ধিতে মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে ধর্মগুরুর অতিকায় মূর্তি দেনায় হাবুডুবু সরকার, একতা বৃদ্ধিতে মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে ধর্মগুরুর অতিকায় মূর্তি

ঝাড়গ্রাম জেলাতেও একই ভাবে পকেট লকডাউন জারি করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও একইভাবে পকেট লকডাউন জারি করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। হাওড়া হুগলিতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মাস্ক পরা নিয়ে ধরপাকড় শুরু হয়েছে জেলায় জেলায়। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

English summary
Coronavirus infection in Kolkata West Bengal, Coronavirus Latest update news of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X