For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে ওমিক্রন, ফের কড়া হচ্ছে নাইট কার্ফু, আরও কি নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

নজরে ওমিক্রন, ফের কড়া হচ্ছে নাইট কার্ফু, আরও কি নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

Google Oneindia Bengali News

ওমিক্রন আতঙ্ক থাবা বাসিয়েছে রাজ্যেও। আগে থেকে সাবধান হতে তাই ১৫ ডিসেম্বর পর্যন্ত করোনা বিধি বহাল রাখা হয়েছে রাজ্যে। সেই সঙ্গে নাইট কার্ফুও নতুন করে কড়া করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া করা হয়েছে নাইট কার্ফু। এই রাত ১১টা থেকে কোনও বাইরে গতিবিধি করা যাবে না।

১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল কোভিড বিধি

১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল কোভিড বিধি

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট হানা দিয়েছে বিশ্বে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইডরায়েল, বেলজিয়ামের একাধিক দেশে করোনা ভাইরাসের এই ভ্যারিেয়ন্ট থাবা বসিয়েছে। ভারতে এখনও পর্যন্ত ওমিক্রনের হদিশ মেলেনি। কিন্তু আগে থেকেই সতর্ক কেন্দ্র এবং রাজ্যগুলি। পশ্চিমবঙ্গেও করোনা বিধি কড়া করা হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েেছ করোনা বিধি। প্রসঙ্গত উল্লেখ্য ডিসেম্বর মাসেই বড় দিনের উৎসব। ফের রাজ্যে আরেক দফায় উৎসব শুরু হয়ে যাবে। তার আগে যাতে করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে না পড়ে সেকারণেই সতর্ক রাজ্য সরকার।

বহাল নাইট কার্ফু

বহাল নাইট কার্ফু

ফের রাজ্যে নাইট কার্ফু কড়া করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া নজরদারির মধ্যে চলবে নাইট কার্ফু। কোনও ব্যক্তির বাইরে বেরোনোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুজো এবং কালীপুজোর সময় নাইট কার্ফু শিথীল করা হয়েছিল। সারারাত জেগে ঠাকুর দেখেছেন শহরবাসী। তারপরেই নাইট কার্ফু বহাল করা হয়। কিন্তু একাধিক ক্ষেত্রে ছাড় ছিল। এবার সেই ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে জানানো হয়েছে কড়া নজরদারি চালানো হবে।

বিমানবন্দরে কড়াকড়ি

বিমানবন্দরে কড়াকড়ি

গতকালই রাজ্যে বিমানবন্দরে করোনা বিধি কড়া করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা যেকোনও যাত্রীকে কোভিড পরীক্ষা করানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে মুম্বই এবং গুজরাত সরকারও একই নির্দেশিকা জারি করেছিল। কেন্দ্রের তরফে আবার ঝুঁকিপূর্ণ ১২টি দেশের যাত্রীদের জন্য কড় নির্দেশিকা জারি করা হয়েছে। ১২টি দেশ থেকে আসা যাত্রীরা আরটি-পিিসআর পরীক্ষা না করলে তাঁরা বিমানবন্দরের বাইরে বেরোেত পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

মাস্ক পরা বাধ্যতামূলক

মাস্ক পরা বাধ্যতামূলক

দোকানে বাজারের ক্ষেত্রে নতুন কোনও কোভিড বিধি জারি করা না হলেও মাস্ক পরা নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যবাসীকে বাইরে বেরোলেই মাস্ক পরেই তবে বেরোন। রাজ্য সরকারের পক্ষ থেেক অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে। যদিও লোকাল ট্রেন টালু হয়ে গিয়েছে রাজ্যে। স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে এই কোভিড বিধি মানা হবে তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
West Bengal government restrict nigh curfew and eftend COVID protocols till 15 December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X