For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার দংশন: সরকারি অফিসের ছুটি নিয়ে বড় ঘোষণা মমতার

বাংলায় করোনার দংশন: সরকারি অফিসের ছুটি নিয়ে বড় ঘোষণা মমতার

  • |
Google Oneindia Bengali News

কলকাতার প্রথম করোনা ভাইরাস আক্রান্ত তরুণ নবান্নের এক উচ্চপদস্থ আমলার সন্তান। জানা গিয়েছে ওই আমলার সন্তান লন্ডন থেকে ফিরেই কলকাতার বিভিন্ন মল-এ ঘুরে বেরিয়েছে আর আমলার এই দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ব্যপক ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে, যাতে করোনা নবান্নে ছড়িয়ে না পড়ে তার জন্য সরকারী কর্মীদের উদ্দেশে বড়সড় ঘোষণা করেছেন মমতা।

দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ

দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভ

নাম না করে নবান্নের আমলার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'পরিবারের একজন প্রবাবশালী বলে বিদেশ থেকে অসেই শপিং মল-এ ঘুরে বেড়ালেন.. এটা আমি সমর্থন করি না।' জানা যায়, নবান্নের ওই আমলার সন্তানকে পর পর ২ বার হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও তিনি তা মানেননি। আর এই খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

সরকারী কর্মীদের ছুটি নিয়ে বড় বার্তা

সরকারী কর্মীদের ছুটি নিয়ে বড় বার্তা

বুধবার মুখ্যমন্ত্রী বলেন,' কাল থেকে অফিস হালকা করতে চাই। বিতেল ৪ টে পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ ছেকে ৫ টা নয়, ৪ টের মধ্যে ছুটি হবে। যাতে একই সময়ে রেল স্টেশন , বাসে ভিড় না হয়। ' এভাবেই আগামীকাল বিকেল ৪ টে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ঘিরে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

'বাড়ি অনেক নিরাপদ'

'বাড়ি অনেক নিরাপদ'

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে বালো থাকলে , রাজ্যটা ভালো থাকবে। এই ২ সপ্তাহ সতর্ক থাকতে হবে। ' পাশাপাশি বাংলার জননেত্রী এদিন বলেন, কারোর যদি শরীর অসুস্থ থাকে, তাহলে অনলাইনে জানালেই লিভ মঞ্জুর করা হবে।

মমতা সুস্থ থাকার বার্তা

মমতা সুস্থ থাকার বার্তা

'বার বার বলছি, নিজেরা নিজেদের মতো করে সুস্থ থাকার চেষ্টা করুন। যিনি বিদেশ থেকে আসছেন, তাঁর বাবা মা আত্মীয় রয়েছেন। তাঁরাও সংক্রমিত হতে পারেন। ..' এদিনও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রী বলেন., বাথরুম থেকে ঘর সমস্ত কিছু 'স্যানিটাইজ' কের রাখার কথা।

 আতঙ্ক ছড়ালে ব্যবস্থা

আতঙ্ক ছড়ালে ব্যবস্থা

মমতা বন্দ্যোপাধ্যায়, সাফ বার্তায় জানান, বিনা কারণে যদি কেউ রাজ্যে আতঙ্ক ছড়ান , তাহলে তাঁর বিরুদ্ধে রাজ্যসরকার কড়া ব্যবস্থা নেবে।

English summary
West Bengal government offices to get shut after 4 pm Tommorow,says Mamata .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X