For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রন' পদ্ধতিতেই করোনা চিকিৎসা, বেসরকারি হাসপাতালগুলিকে ৬ দফা প্রটোকল এক্সপার্ট কমিটির

প্রন পদ্ধতিতেই করোনা চিকিৎসা, বেসরকারি হাসপাতালগুলিকে ৬ দফা প্রটোকল এক্সপার্ট কমিটির

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে বেসরকারি হাসপাতালগুলিতেও চলছে চিকিৎসা। কিন্তু কোন পদ্ধতিতে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা হবে তা সুনির্দিষ্ট করে বেঁধে দিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার সরকারি পর্যবেক্ষকরা বেসরকারি হাসপাতাল গুলি পরিদর্শন করার পর এই নির্দেশ দেন।

বেসরকারি হাসপাতাল পরিদর্শন

বেসরকারি হাসপাতাল পরিদর্শন

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালগুলিতেও। একাধিক হাসপাতাকে কোভিড ওয়ার্ড তৈরি করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলিতে কোন পদ্ধতিতে চলছে করোনা চিকিৎসা সেসব খতিয়ে দেখেন পর্যবেক্ষকরা। তাতে একাধিক গাফিলতি ধরা পড়েেছ।

৬ দফা প্রটোকল

৬ দফা প্রটোকল

করোনা চিকিৎসায় ৬ দফা প্রটোকল বেঁধে দিয়েছেন পর্যবেক্ষকরা। তাতে বলা হয়েছে করোনা রোগীদের চিকিৎসায় প্রন পোজিশন পদ্ধতি অনুসরণ করতে হবে। এবং এই পদ্ধতিতে চিকিৎসা করা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। রোগীর চিকিৎসার টপ সিট সব সময় তৈরি রাখতে হবে। রোগীর শরীরে যাতে রক্ত কোনওভাবে জমাট না বাঁধে সেটা নজরে রাখা বাধ্যতা মূলক করা হয়েছে।

প্রন পজিশনে চিকিৎসা

প্রন পজিশনে চিকিৎসা

রাজ্যে করোনা আক্রন্ত রোগীদের চিকিৎসা প্রন পজিশনে করতে হবে বলে জানিয়েছে এক্সপার্ট কমিটি। ভেন্টিলেশনে দেওয়ার আগে রোগীকে অক্সিজেনে দেওয়ার মাত্রা বাড়াতে বলা হয়েছে। প্রন পজিশনের অর্থ হল রোগীকে উপর করে শুইয়ে রাখতে হবে। এতে নাকি শ্বাসকষ্টের প্রবণতা অনেকটাই কমে। বিশ্বের অধিকাংশ দেশ এই পদ্ধতি মেনেই চিকিৎসা করছে বলে জানানো হয়েছে।

মৃদু উপসর্গ থাকলে সেফ হোম

মৃদু উপসর্গ থাকলে সেফ হোম

মৃদু উপসর্গ যুক্ত করোনা রোগীদের জন্য সেফ হোম চালু করল রাজ্য সরকার। আইসিএমআরের গাইডলাইন মেনেই ১০৬টি সেফ হোম চালু করা হয়েছে। কোভিড হাসপাতাল সংলগ্ন এলাকাতেই এটি করা হয়েছে। যাতে রোগীর অবস্থার অবনতি হলেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা যায়।

দিলীপ ঘোষকে আক্রমণের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ বিজেপিরদিলীপ ঘোষকে আক্রমণের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ বিজেপির

English summary
West Bengal government instruct private hospital how to treat coronavirus infected patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X