For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্শিয়াংকে ঘিরে এডুকেশনাল হাব গড়ার উদ্যোগ রাজ্যের

এডুকেশন হাব হিসেবে দার্জিলিং-এর হৃত গৌরব ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কাজ রূপায়ণে জিটিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

এডুকেশন হাব হিসেবে দার্জিলিং-এর হৃত গৌরব ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কাজ রূপায়ণে জিটিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য সরকার। জেলায় নতুন স্কুল এবং কলেজ তৈরি করা হচ্ছে। জেলায় ২৬.৪৮ কোটি টাকা খরচ করে ৫৬ টি নতুন স্কুল ভবন তৈরি করা হচ্ছে। যার মধ্যে ২০ টি প্রাথমিক এবং ৩৬ টি উচ্চ প্রাথমিক স্কুল ভবন। রাজ্য সরকার সেখানে আরও ৪৩টি স্কুল ভবন তৈরি করে দেবে।

কার্শিয়াংকে ঘিরে এডুকেশনাল হাব গড়ার উদ্যোগ রাজ্যের

এই শিক্ষাবর্ষেই শিলিগুড়ি মহকুমায় দুটি কলেজ তৈরি হবে। একটি নকশালবাড়ির হাতিঘিষায়। সেটি হিন্দি মিডিয়াম কলেজ। অন্যটি হবে ঘোষ পুকুরে। শিলিগুড়ি মহকুমায় দুটি আইটিআই ট্রেনিং সেন্টারও তৈরিও করা হচ্ছে। যা যুব সম্প্রদায়ের ভবিষ্যত গঠনে যথেষ্ট সাহায্য করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

স্কুল তৈরি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। দীর্ঘ দূরত্ব পায়ে হেঁটে ছাত্রছাত্রীরা আসে। সে কষ্ট অনেকটাই লাঘব হবে।

তাৎপর্যপূর্ণভাবে রাজ্য সরকার কার্শিয়াং শহরকে এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস খোলা হবে। খোলা হবে একটি মেডিক্যাল কলেজও।

English summary
West Bengal government has plans to develop Kurseong as an Educational hub
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X