For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরস্বতী পুজোর মধ্যেই এল সুখবর, সরকারি কর্মীদের অতিরিক্ত ছুটির ঘোষণা মমতার

সরস্বতী পুজোর আগে ফের সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারি কর্মী ও সরকারি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিয়ে রাজ্যে সরকারের তরফে সরস্বতী উপলক্ষে ছুটি বর্ধিত করা হল।

  • |
Google Oneindia Bengali News

সরস্বতী পুজোর আগে ফের সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারি কর্মী ও সরকারি স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিয়ে রাজ্যে সরকারের তরফে সরস্বতী উপলক্ষে ছুটি বর্ধিত করা হল। সরস্বতী পুজোয় টানা তিনদিন ছুটে পেয়ে গেলেন সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। শনি-রবিবারের পর ছুটি সোমবারও। ঘোষণা করল রাজ্য।

সরস্বতী পুজোয় সুখবর, সরকারি কর্মীদের অতিরিক্ত ছুটি

এবার সরস্বতী পুজো কবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। সরস্বতী পুজো কবে শনিবার না কি রবিবার। এই বিতর্কের মধ্যেই শনিবার বাণীবন্দনা হল, রবিবারও হবে বহু জায়গায়। এই পরিস্থিতিতে শনি ও রবিবার - দুদিন ছুটি কার্যত হয়েই গিয়েছিল। এবার রাজ্য সরকারের কর্মী ও পডুয়াদের হাসি চওড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে টানা তিনদিনের ছুটি হয়ে গেল সরকারি কর্মী ও পড়ুয়াদের। এই তিনদিনে তাই শুধু বাগদেবীর আরাধনা নয়, ছোটোখাটো পর্যটনেরও সময় পেয়ে গেলেন ভ্রমণ পিপাসু বাঙালি। শীতের শেষে এই সুযোগ অনেকেই তাই হাতছাড়া করছেন না।

উল্লেখ্য, এবার অনেক ছুটিতেই কোপ ফেলেছে শনি ও রবিবার। তেমনই সরস্বতী পুজোও পড়েছে শনি-রবিবার। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে ছুটি অ্যাডজাস্ট করে সরকারি কর্মীদের ছুটির ক্ষতে প্রলেপ দেবেন। তেমনই সরস্বতী পুজো শনি-রবিবার পড়ায় সোমবার ছুটি দিলেন।

English summary
West Bengal government announce extra holiday on Monday. This holiday is specified on occasion of Saraswati Puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X