For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউনিসেফের সঙ্গে হাত মিলিয়ে অপুষ্টি রোধে এই পাঁচ পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

রাজ্য থেকে দূর করতে পশ্চিমবঙ্গ সরকার ও ইউনিসেফ হাত মেলালো। পাঁচ ধাপে এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানি গিয়েছে। গ্রাণীণ এলাকায় পরিবারগুলির ক্ষমতায়নের মাধ্যমে এটি বাস্তবায়িত করা হবে।

Google Oneindia Bengali News

রাজ্য থেকে দূর করতে পশ্চিমবঙ্গ সরকার ও ইউনিসেফ হাত মেলালো। পাঁচ ধাপে এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানি গিয়েছে। গ্রাণীণ এলাকায় পরিবারগুলির ক্ষমতায়নের মাধ্যমে এটি বাস্তবায়িত করা হবে।

সরাকরের বক্তব্য

সরাকরের বক্তব্য

এই বিষয়ে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, "অপুষ্টি কমানোর ক্ষেত্রে রাজ্য়ে অগ্রগতি হয়েছে। পাশাপাশি শিশুদের মধ্যে অতিরিক্ত ওজন এবং স্থূলত্ব কমাতেও আমরা সচেতনতা বৃদ্ধি করেছি। তবুও দেখা যাচ্ছে কিশোর-কিশোরীদের মধ্যে ডায়াবেটিসের মতো অ-সংক্রামক রোগ বেড়ে চলেছে। শিশুদের স্বাস্থ্যের পক্ষে এটা হুমকিতে পরিণত হচ্ছে।"

ইউনিসেফের রিপোর্ট

ইউনিসেফের রিপোর্ট

ইউনিসেফের একটি রিপোর্ট জানাচ্ছে, শিশু এবং তরুণদের মধ্যে স্বাস্থ্যকর ডায়েটের গুরুত্ব দেওয়া এবং খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে সবাইকে সচেতন করার চেষ্টা এই বছর বিশ্বব্যপী ভালো ফল এনেছে। তবিও দেখা যাচ্ছে অপুষ্টির কারণে শিশুদের মস্তিষ্কে প্রভাব পড়ছে। গার্ম ও শহরতলিগুলি মূল শহরে অন্তর্গত হওয়ায় ও পরিবেশ দূষণের জেরে এই সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে।

বিশ্বজুড়ে শিশুরা অপুষ্টির তিনগুণ বোঝার মুখোমুখি

বিশ্বজুড়ে শিশুরা অপুষ্টির তিনগুণ বোঝার মুখোমুখি

বিশ্বজুড়ে শিশুরা অপুষ্টির তিনগুণ বোঝার মুখোমুখি হচ্ছে। রাজ্যে অপুষ্টি দূরিকরণের জন্য পাঁচটি পদক্ষেপের এজেন্ডায় সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে পরিবার, শিশু এবং যুবক-যুবতীদের পুষ্টিকর খাবারের চাহিদা বাড়িয়ে তোলা এবং পুষ্টি বিষয়ক শিক্ষার উন্নতি।

English summary
West Bengal government and UNICEF set to fight malnutrition in state together
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X