For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারীশক্তি থিমের প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম হল পশ্চিমবঙ্গ

নারীশক্তি থিমের প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম হল পশ্চিমবঙ্গ

  • |
Google Oneindia Bengali News

জাতীয় সংহতি শিবিরের নারীশক্তি থিমের প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম স্থান দখল করলো পশ্চিমবঙ্গ। শনিবার এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেই ঝাড়খন্ড থেকে পুরস্কার নিয়ে মালদায় ফিরে আসেন ১০ জনের প্রতিযোগী। এই বাংলায় কন্যাশ্রী, রূপশ্রী'র মতোন নারীদের জন্য নানান সরকারি প্রকল্প গড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে সমস্ত মহিলারা সমাজে এগিয়ে চলার বার্তা দিয়েছে তার উদাহরণ স্বরূপ জাতীয় সংহতি শিবিরের প্রতিযোগিতার বাংলাকে প্রথম স্থানে দখল করে দেখিয়ে দিল মালদার মেয়েরা।

নারীশক্তি থিমের প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম হল পশ্চিমবঙ্গ

জাতীয় সংহতি শিবিরে নারী শক্তি থিমের ওপর প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর প্রশাসনের পক্ষ থেকেও সুনাম করা হয়েছে অংশগ্রহণকারী মালদার দশজন প্রতিযোগী। পরবর্তীতে ওই প্রতিযোগীদের প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হতে পারে বলেও জানা গিয়েছে।উল্লেখ্য , ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি থেকে ঝাড়খণ্ডের পালামোতে শুরু হয়েছিল জাতীয় সংহতি শিবির।

দেশের বৈচিত্রময় ঐক্যের বিভিন্ন থিম তুলে ধরার প্রতিযোগিতারা। আয়োজন করা হয়েছিল জাতীয় সংহতি শিবিরে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রতিযোগিতায় মালদা থেকে দশজন অংশগ্রহণকারী শামিল হয়েছিলেন। ১০ জনের মধ্যে ৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ ছিলেন‌। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য।

তাতেই নারীশক্তির নৃত্য প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন মালদার অংশগ্রহণকারীরা। দেশের অন্যান্য রাজ্যকে পিছিয়ে রেখেই সাফল্য অর্জন করে মালদার প্রতিযোগিতারা।

অংশগ্রহণকারী সুষমা দাস বলেন, দেশের নানান বৈচিত্র রয়েছে। নানান ভাষা , নানান জাতি। কিন্তু এই বৈচিত্রের মধ্যে ঐক্যতা তুলে ধরার যে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল তাতেই আমরা প্রথম স্থান দখল করেছি ।

বাংলায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প যেন মেয়েদের এগিয়ে চলার ক্ষেত্রে নতুন মোড় এনে দিয়েছে। ভারত সরকারের এই জাতীয় সংহতি শিবিরের ১৫ টি রাজ্য অংশগ্রহণ করেছিল। যার মধ্যে পশ্চিমবঙ্গ নারী শক্তির নিয়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছে। বাংলার নাম যাতে দেশের প্রথম স্তরে থাকে এই আশায় রাখি।

মালদার অংশগ্রহণকারীদের সঙ্গে গিয়েছিলেন আলম শেখ তিনি বলেন, ঝাড়খণ্ডের পালামো'তে জাতীয় সংহতি শিবিরের বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতিযোগিতায় ১৫ টি রাজ্যের ২৫০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেছিল। মালদার ১০ জন অংশগ্রহণ করে । আসলে একটি কালচারাল প্রতিযোগিতা।

যেখানে নারীকে তুলে ধরে মালদার অংশগ্রহণকারীরা। আর তাতেই প্রথম স্থান পেয়েছে বাংলা । বিভিন্ন বৈচিত্রের মধ্যে ঐক্যতা তুলে ধরেই মানুষ এবং সমাজকে সচেতন করা। দেশের যে যেখানেই বাস করুক না কেন একটা কথা মনে রাখতে হবে আমরা সকলেই ভারতীয়।

English summary
West Bengal got first in women empowerment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X