For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় স্তরেও সেরার স্বীকৃতি বাংলার, মমতার ৯টি প্রকল্প পেল ভারত-সেরার শিরোপা

গতবছরও বাংলা দেশ সেরার মর্যাদা ছিনিয়ে এনেছিল স্কচ সম্মান লাভ করে। এবার তার পুনরাবৃত্তি হল। এক্ষেত্রে ধারাবাহিকতা দেখাল বাংলার সরকার।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প 'কন্যাশ্রী' বিশ্বজয় করে ফিরেছে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে। এখানেই থেমে নেই রাজ্যের প্রাপ্তি। ফের প্রশাসনিক দক্ষতা ও প্রকল্প রূপায়ণে দেশের সেরার স্বীকৃতি অর্জন করল বাংলা। এবার যুবশ্রী, শিশু আলয় প্রকল্প পেল ভারত সেরার শিরোপা।

জাতীয় স্তরেও সেরার স্বীকৃতি বাংলার, মমতার ৯টি প্রকল্প পেল ভারত-সেরার শিরোপা

রাজ্যের মোট ন'টি প্রকল্প স্কচ অর্ডার অফ মেরিটের সম্মান পেয়েছে এবার। তার মধ্যে ছ'টি আবার সর্বোচ্চ সম্মান এনে দিয়েছে রাজ্যকে। এই স্কচ মেরিটকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। স্কচ প্ল্যাটিনাম, স্কচ গোল্ড ইত্যাদি। সব বিভাগেও সাফল্য পেয়েছে বাংলা।

সম্প্রতি শিল্পে লগ্নি টানতে সুবিধাদানের একটি নীতি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই 'ইজ অফ ডুয়িং বিজনেস' নীতি স্কচ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে। আর শিশুকে যত্ন ও শিক্ষাদানের প্রকল্প 'শিশু আলয়'ও স্কচ প্ল্যাটিনাম পুরস্কার ছিনিয়ে নিয়েছে। যুবশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা ও ই-ডিস্ট্রিক্ট প্রকল্প পেয়েছে স্কচ গোল্ড পুরস্কার।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রকল্পের এই সাফল্যের কাহিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে, টুইটারে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন- 'বাংলা দেশে সেরার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলার প্রকল্প সেরা হয়েছে এই কৃতিত্ব বাংলার মানুষকে দিতে চাই। এই আনন্দ বাংলার মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই। বাংলার প্রশাসন যে ভালো কাজ করছে এই স্বীকৃতি তারই প্রমাণ।'

গতবছরও বাংলা দেশ সেরার মর্যাদা ছিনিয়ে এনেছিল স্কচ সম্মান লাভ করে। এবার তার পুনরাবৃত্তি হল। এক্ষেত্রে ধারাবাহিকতা দেখাল বাংলার সরকার। গতবার কন্যাশ্রী সেরার সম্মান পেয়েছিল। এবার তা দেখাল যুবশ্রী-সহ আরও আট প্রকল্প। সারা দেশের প্রত্যেক রাজ্যের সেরা প্রকল্পগুলি বেছে নিয়ে এই বিচার তরে সংস্থাটি। পর পর দু-বছর বাংলাকে সেরার আসনে প্রতিষ্ঠিত করল মমতার সরকার।

English summary
West Bengal gets best title in all over India for Mamata Banerjee’s nine projects.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X