For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE বিধানসভায় ২০১৮-র রাজ্যের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র

পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০১৮-১৯ সালের সাধারণ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দেশে জিএসটি চালুর পর এটা অমিত মিত্রের প্রথম বাজেট।

  • |
Google Oneindia Bengali News

বিকেল ৩.১২: নতুন মাসিক পেনশন প্রকল্প। ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিবন্ধীদের। মানবিক নামের এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর উদ্যোগ জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিকেল ৩.১০: পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে সেই পরিবারের মেয়ের বিয়ের ক্ষেত্রে( ১৮ বছরের পরে হলে) ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য। এই প্রকল্পের নাম রূপশ্রী। ৬ লক্ষ পরিবার রূপশ্রীর সুবিধা পাবে।

কন্যাশ্রী প্রকল্পে ছাত্রীদের বার্ষিক বৃত্তি বাড়ানো হচ্ছে। ৭৫০ থেকে বাড়িয়ে করা হচ্ছে ১০০০ টাকা।

বয়স্ক কৃষকদের পেনশন ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে। প্রাপকের সংখ্যা বাড়িয়ে ১ লক্ষ করার সিদ্ধান্ত।

কৃষকদের জন্য ১০০ কোটির বিশেষ বহবিল।

বিকেল ৩.০৫: কৃষি জমি কৃষি কাজের জন্য কেনার ক্ষেত্রে মিউটেশন ফি পুরো ছাড়ের সিদ্ধান্ত।

চাবাগান গুলিকে কৃষি আয়করে সম্পূর্ণ ছাড়ের সিদ্ধান্ত। উপকৃত হবেন শ্রমিকরা। জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিকেল ৩ টে: গৃহ নির্মান শিল্পে ১ কোটি টাকা পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে ১ শতাংশ করে ছাড়ের প্রস্তাব। স্ট্যান্প ডিউটি শহরে ৭ শতাংশ থেকে কমে ৬ শতাংশ। গ্রামাঞ্চলে তা কমে হল ৬ শতাংশ থেকে ৫ শতাংশ।

পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০১৮-১৯ সালের সাধারণ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দেশে জিএসটি চালুর পর এটা অমিত মিত্রের প্রথম বাজেট। এর আগে রাজ্যের আয় বৃদ্ধির কথা জানিয়েছিলেন। অমিত মিত্র। জিএসটির প্রভাব রাজ্যের অর্থনীতিতে কতটা পড়ল সেই দিকে নজর রয়েছে রাজ্যের অর্থনীতি থেকে রাজনীতিবিদদের।

LIVE বিধানসভায় ২০১৮-র রাজ্যের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র

English summary
West Bengal Finance Minister Amit Mitra presenting his speech on 2018 State Budget in the Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X