For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোটে থেকে 'লাভের গুড় ঘরে তুলে' প্রধান বিরোধী দলের তকমা পেল কংগ্রেস

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার পড়ে গিয়েছে। মোট ২৯৪টি আসনের মধ্যে একা লড়ে ২১২টি আসন দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একেবারে জামানত জব্দ করেছে বাম-কংগ্রেস জোটের।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

তবে এই ফলাফলের মধ্য দিয়েই উঠে আসছে অন্য এক পরিসংখ্যান। দেখা যাচ্ছে, জোটের ভরাডুবি হলেও আসন সংখ্যার বিচারে উন্নতিই হয়েছে কংগ্রেসের। আর সেই সুবাদে সিপিএমকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে কংগ্রেস।

জোটে থেকে 'লাভের গুড় ঘরে তুলে' প্রধান বিরোধী দল হল কংগ্রেস

এবছর কংগ্রেস একাই পেয়েছে ৪৪টি আসন। অন্যদিকে বামেদের সম্মিলিত আসন সংখ্যা হল ৩১। ফলে সংখ্যাতত্ত্বের হিসাবে জোট থেকে বেরিয়ে এলেও রাজ্যের বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে অধীর চৌধুরীর দল। ভোট শতাংশের বিচারেও মোট ১২.২ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।

২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় বামেদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করে মোট ৪২টি আসন পেয়েছিল কংগ্রেস। এরপরে সরকার গঠন করলেও পরে তা থেকে বেরিয়ে আসেন মানস ভুঁইয়া সহ সমস্ত কংগ্রেস নেতারা।

আর এবছর বামেদের সঙ্গে লড়াই করে সেই আসন সংখ্যা তো কমেইনি উল্টে ২টি বেড়ে গিয়েছে। ফলে জোট থেকে লাভের গুড় ঘরে তুলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

English summary
West Bengal Elections : Congress is going to be the main opposition in Assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X