For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট বড় বালাই! তৃণমূলের ডিম-ভাতের পাল্টা বিজেপির মাছ-ভাত কর্মসূচি

ভোট বড় বালাই! তৃণমূলের ডিম-ভাতের পাল্টা বিজেপির মাছ-ভাত কর্মসূচি

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

আগামী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ডিম ভাতকে টেক্কা বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরীব মানুষকে পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। আর এবার দুঃস্থদের বিনে পয়সায় মাছ-ভাত খাওয়ানোর ব্যবস্থা করল বিজেপি।

ডিম ভাতের পাল্টা মাছ ভাত

ডিম ভাতের পাল্টা মাছ ভাত

'মাছে ভাতে বাঙালি' অনুষ্ঠান চালু হল পূর্ব মেদিনীপুরের এগরায়। সোমবার সপ্তাহের শুরুতেই আলু ভাজা-ডাল-মাছের ঝোল ও চাটনি-সহ পাত পেতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে পানিপারুলের বিজেপির নেতৃত্ব। আয়োজক বিদেশ পাত্র ও কনিষ্ক পণ্ডা জানান, সকালে চায়ে পে চর্চার পাশাপাশি দুপুরে মধ্যাহ্নভোজনের চর্চাও শুরু হল।

বাঙ্গালি আবেগ ছোঁয়ার চেষ্টা

বাঙ্গালি আবেগ ছোঁয়ার চেষ্টা

বিদেশবাবু জানান, 'দিদি পাঁচ টাকায় মাছ ভাত খাওয়াচ্ছেন। আর আমরা কোনও পয়সা না নিয়েই গরীব সাধারণ মানুষকে মাছ ভাত খাওয়াবো। কারণ মাছ-ভাত বাঙালির খাদ্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। তাছাড়া আগে বাঙালির একটা আড্ডা সংস্কৃতি ছিল। চায়ের কাপে তুফান তুলত বাঙালি। কতরকমের আলোচনা হত, বাদ যেত না রাজনীতিও। এখন সেই আড্ডা আর হয় না। এই সরকারের আমলে প্রকাশ্যে রাজনীতির কথা বলতে ভয় পান মানুষ। এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সংস্কৃতিও ফিরিয়ে আনা হবে।'

সমালোচনায় তৃণমূল

সমালোচনায় তৃণমূল

জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি অবশ্য দাবি করেন, বন্ধ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি চালু করেননি। আর পাঁচ টাকা খাবারের দাম হিসেবে নেওয়া হয় না, যাঁরা এই কাজ করছেন তাঁদেরকে ওই টাকা দেওয়া হয়। তিনি বলেন, 'পাঁচ টাকায় ডিমভাত মেলায় বহু মানুষ সেখানে খেয়ে বাঁচছেন। বিজেপির পুরোটাই ধোঁকাবাজি।'

সরকার-নির্বাচন কমিশনার সংঘাতের মাঝেই শেষ অন্ধ্রের পঞ্চায়েত ভোট, ফের ক্ষমতায় জগনমোহনের দল সরকার-নির্বাচন কমিশনার সংঘাতের মাঝেই শেষ অন্ধ্রের পঞ্চায়েত ভোট, ফের ক্ষমতায় জগনমোহনের দল

English summary
West Bengal Elections: BJP starts Fish-Rice program in Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X