For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির আচমকা এই বঙ্কিম প্রীতির কারণ কী? ভোটমুখী বাংলা কোন ছক কষছেন নাড্ডা

Google Oneindia Bengali News

বাংলায় সরকার গঠন করার স্বপ্ন দেখার সময় থেকেই বাঙালি মনীষীদেরকে নিয়ে বিজেপি নেতাদের প্রচার বেড়ে চলেছে৷ লোকসভা ভোটের সময়ও দেখা গিয়েছে বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দদের স্মরণ করেছেন বিজেপির নেতারা৷ বিধানসভা ভোটেও তার ব্যতিক্রম নেই৷ রাজ্য সফরে এসে মোদী-শাহ-নাড্ডাদের দেখা গিয়েছে কোনও না কোনও বাঙালি মনীষীর স্মৃতিবিজরিত স্থান দর্শন করতে৷ সেই ধারাবাহিকতা বজায় রাখতেই ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

মোদীর বঙ্কিম বন্দনা

মোদীর বঙ্কিম বন্দনা

কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুঁচুড়ায় সভা করতে এসে সেখানকার বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বন্দেমাতরম ভবনের রক্ষণাবেক্ষণ না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে শাসক দলকে সমালোচনা করেছেন৷ আর আজ বঙ্কিমচন্দ্রের বাড়িতে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বুধবারই কলকাতায় এসেছেন নাড্ডা৷ আজ সকালেই তাঁর যাবার কথা রাজ্য বিজেপির নতুন কার্যালয় হেস্টিং-এ৷ সেখানে রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিজেপির রথযাত্রার সূচনাও করবেন নাড্ডা৷

বঙ্কিমচন্দ্রের বাড়ি দর্শনে নাড্ডা

বঙ্কিমচন্দ্রের বাড়ি দর্শনে নাড্ডা

তারপরেই সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের বাড়ি দর্শনের জন্য নৈহাটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি৷ তবে এবার জেপি নাড্ডা বঙ্কিম স্মরণের পাশাপাশি ব্যারাকপুরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যাবেন৷ তার আগে সাংসদ অর্জুন সিংয়ের লোকসভা এলাকা ব্যারাকপুরে জনসভা করবেন তিনি৷

বিজেপির এই বঙ্কিম প্রীতির কারণ কী?

বিজেপির এই বঙ্কিম প্রীতির কারণ কী?

কিন্তু বিজেপির এই বঙ্কিম প্রীতির কারণ কী? এর পিছনে বিজেপির জাতীয়তাবাদের নীতিই মুখ্য কারণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত৷ ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে বঙ্কিমচন্দ্রের ভূমিকা অনস্বীকার্য৷ কিন্তু বঙ্কিমের জাতীয়তাবাদ কখনই হিন্দু-মুসলমানকে আলাদা করে দেখা নয়৷ তাই রাজ্যে বিজেপি নরম হিন্দুত্ব-র পাশাপাশি মুসলমানদেরও কাছে টানতে চেয়েছে৷

বাংলার উদার জাতীয়তাবাদের চরিত্র

বাংলার উদার জাতীয়তাবাদের চরিত্র

লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির হয়ে সলতে পাকানোর কাজ আরএসএস নেতারা যে অনেক আগেই শুরু করেছিলেন সেটা প্রায় ওপেন সিক্রেট৷ বাংলার উদার জাতীয়তাবাদের চরিত্র বুঝতে পেরেই রাজ্য ও কেন্দ্র বিজেপি নেতারা কখনই উগ্র হিন্দুত্বকে এখানে তুলে ধরার চেষ্টা করেননি৷ লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার রাজ্য সফরে এসে সঙ্ঘচালক মোহন ভাগবতও 'হিন্দু মুসলমানকে সমান' দেখার নীতিকেই তুলে ধরেছিলেন৷

প্রতিযোগিতা চলছে

প্রতিযোগিতা চলছে

বর্তমান পরিস্থিতিতে কোন দল কতটা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দদের শ্রদ্ধা করে তা দেখানোর প্রতিযোগিতা চলছে৷ মোদী-শাহরা কথায় কথায় রবীন্দ্রনাথ বিবেকানন্দ থেকে উদ্ধৃতি দিচ্ছেন৷ বাঙালি আইকনদের মাধ্যমে বাঙালির আবেগকে স্পর্শ করতে চায় বিজেপি৷ আর তাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের বঙ্গ সফরে বিভিন্ন মনীষীদের স্মৃতি বিজরিত স্থান দর্শনে এতো আগ্রহ৷

<strong>বাঙালি আবেগ ছুঁয়ে দেখার চেষ্টা, মণীষীদের উপর ভর করেই ভোট বৈতরণী পার করার ছক বিজেপির</strong>বাঙালি আবেগ ছুঁয়ে দেখার চেষ্টা, মণীষীদের উপর ভর করেই ভোট বৈতরণী পার করার ছক বিজেপির

English summary
West Bengal Election: Why JP Nadda visiting Bankim Chandra Chatterjee's home, surge of nationalism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X