For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীবের 'রাজনৈতিক মৃত্যু'র ডাক তৃণমূল প্রার্থীর, তালিকা ঘোষণা হতেই ডামাডোল হাওড়ায়

Google Oneindia Bengali News

ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে কল্যাণেন্দু ঘোষকে। রাজনৈতিক মহলের অনুমান, বিজেপির তরফে এই কেন্দ্রে টিকিট পেতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্ভাব্য প্রতিপক্ষ রাজীবের প্রসঙ্গে কল্যাণেন্দু বলেন, 'ওর রাজনীতি করার নামটা ঘুচে যাবে। রাজনৈতিক জন্মটা আমি দিয়েছিলাম। আমিই রাজনৈতিক মৃত্যু ঘটাব।'

রাজীবের সঙ্গে কল্যাণেন্দুর সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়

রাজীবের সঙ্গে কল্যাণেন্দুর সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়

উল্লেখ্য, রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকাকালীনই তাঁর সঙ্গে কল্যাণেন্দুর সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। রাজীবের বিরুদ্ধে অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীকে সমর্থন করে কল্যাণকে হারিয়েছিলেন রাজীব। এ বার তাঁর বদলা নেওয়ার পালা বলে জানিয়েছেন কল্যাণেন্দু। তিনি দাবি করেন আগামী ২ মে রাজীবের জামানত বাজেয়াপ্ত হবে।

'বহিরাগত' প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

'বহিরাগত' প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

এদিকে 'বহিরাগত' প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ, মিছিল উলুবেড়িয়ায়৷ হাওড়া জেলার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বিধায়ক ইদ্রিস আলির পরিবর্তে নতুন মুখ বিদেশ বসুকে প্রার্থী করেছে শাসক দল। যার বিরুদ্ধে এদিন উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় বিক্ষোভ দেখালেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক৷ তাঁদের দাবি, বহিরাগত কাউকে প্রার্থী করা যাবে না। অবিলম্বে ঘোষিত প্রার্থী প্রত্যাহার করে ভূমিপুত্র কাউকে প্রার্থী করতে হবে।

প্রাক্তন ফুটবল তারকাকে প্রার্থী করেছে তৃণমূল

প্রাক্তন ফুটবল তারকাকে প্রার্থী করেছে তৃণমূল

এদিকে কঠিন সময়ে তার উপর মমতা বন্দ্য়োপাধ্য়ায় আস্থা রাখায় খুশি বিদেশ বসু। আসন্ন নির্বাচনে প্রাক্তন ফুটবল তারকাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব থেকে বিদেশ বসুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই অভিনন্দন বার্তায় ভাসছেন। দশ বছরের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থেকেছেন। এবার প্রত্যক্ষ ভাবে লড়াইয়ের ডাক।

বালিতে 'বন্ধুত্বপূর্ণ' লড়াইয়ের ডাক

বালিতে 'বন্ধুত্বপূর্ণ' লড়াইয়ের ডাক

এদিকে অন্য ছবি বালিতে। সেখানে 'বন্ধুত্বপূর্ণ' লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায়। বালিতে বৈশালী ডালমিয়াকে নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের দাবি ছিল, বহিরাগত নয়, এলাকার কাউকে প্রার্থী করা হোক। সেই আবহে দল ছেড়ে বিজেপি-তে যোগ দেন বৈশালী। এই পরিস্থিতিতে বালিতে তৃণমূলের টিকিট পেয়েছেন রানা চট্টোপাধ্যায়। রানা বালির ভূমিপুত্র, পেশায় শিশু চিকিৎসক।

English summary
West Bengal Election: TMC Candidate from Dumurjola challenges Rajib Banerjee of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X