For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহাসিক ফলাফল দেখবে বাংলার মানুষ! ২০০ আসন নিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি, দাবি বাবুলের

কাউন্টডাউন শুরু! কার দখলে থাকবে নীলবাড়ি! বাক্সবন্দি ইভিএম। আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হবে আগামী পাঁচ বছরের জন্যে কে বসতে চলেছে বাংলার মসনদে। দাদা না দিদি। সেদিকেই তাকিয়ে এখন গোটা বাংলার মানুষ। পাশাপাশি দেশের নজরেও বা

  • |
Google Oneindia Bengali News

কাউন্টডাউন শুরু! কার দখলে থাকবে নীলবাড়ি! বাক্সবন্দি ইভিএম। আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হবে আগামী পাঁচ বছরের জন্যে কে বসতে চলেছে বাংলার মসনদে। দাদা না দিদি।

২০০ আসন নিয়ে বাংলার ক্ষমতায় বিজেপি, দাবি বাবুলের

সেদিকেই তাকিয়ে এখন গোটা বাংলার মানুষ। পাশাপাশি দেশের নজরেও বাংলা। বিশেষ করে হাইভোল্টেজ নন্দীগ্রামে মানুষের রায় কোন দিকে যাবে সেদিকেই বিশেষ নজর রয়েছে সবার।

তবে বাবুল সুপ্রিয়ের দাবি, ঐতিহাসিক ফলাফল দেখবে বাংলার মানুষ।

সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। ধীরে ধীরে গণনা কেন্দ্রে ভিড় বাড়ছে। সেই মতো সকাল সকাল গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়।

এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমনটাই মনে করছেন রাজনৈতিকমহল। দীর্ঘদিনের বিধায়ক অরুপ বিশ্বাসের সঙ্গে লড়াই এবার বাবুলের।

অনেকে বলেন, টালিগঞ্জ তৃণমূলের শক্ত ঘাঁটি। আর সেখানেই পদ্মফুল ফোটাতে চান বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী। বাবুলের আত্মবিশ্বাস, সমস্ত হিসাব আজ বদলে যাবে। ঐতিহাসিক ফলাফল দেখবে বাংলার মানুষ।

শুধু তাই নয়, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল জানিয়েছেন, বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত নিয়ে ভাবার কিছু নেই। এবার সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বলেই দাবি বিজেপি প্রার্থীর।

শুধু তাই নয়, ২০০ এরও বেশী আসন বাংলায় বিজেপি পাবে বলেই দাবি বাবুল সুপ্রিয়ের। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন আবার। যা ভোট হয়েছে, তাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।

পাশপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তার দল তৃণমূল কংগ্রেস ‌দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও রাজ্যের ক্ষমতায় আসছে। গত কয়েকদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী, পোলিং এজেন্ট ও দলের নেতাদের নিয়ে বৈঠকে করেন। সেখানেই তিনি এহেন মন্তব্য করেন।

বৈঠকে ২৮৭ প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , 'আমরা দুই-তৃতীয়াংশ আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছি। আপনারা কেউ গণনা কেন্দ্রের ট্রেন্ড দেখে গণনা কেন্দ্র ছাড়বেন না। কেউ খেতে দিলে খাবেন না, ধূমপান করবেন না।'

উল্লেখ্য, অধিকাংশ সমীক্ষা বলছে তৃণমূলের ক্ষমতায় ফেরা কার্যত নিশ্চিত। তবে আসন সংখ্যা অনেকটাই কমবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিজেপির রাজ্য সভাপতি তা মানতে নারাজ।

দিলীপ ঘোষের দাবি, এক্সিট পোল নয়, বিজেপি এক্সেট পোলে বিশ্বাস। তাঁরও দাবি, বিজেপিই ক্ষমতায় আসবে।

English summary
west bengal election results 2021 bjp leader babul supriyo claim bjp win bengal election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X