For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার দল ছাড়লেন বাংলার মিম প্রধান! মমতাকে সমর্থনের বার্তা ওয়েসির প্রাক্তন কমান্ডারের মুখে

Google Oneindia Bengali News

নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের বার্তা দিয়ে দল ছাড়লেন বাংলায় মিম-এর প্রধান জামিরুল হাসান। ইন্ডিয়ান ন্যাশনাল লিগ নামক একটি পৃথক দল গড়ার ডাক দেন। জামিরুলের স্পষ্ট বক্তব্য, আমরা ইন্ডিয়ান ন্যাশনাল লিগ গঠন করতে চলেছি বাকি দলত্যাগীদের নিয়ে। এই বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূলকেই সমর্থন করব।

'চুপ করে আছেন আসাদউদ্দিন ওয়েইসি'

'চুপ করে আছেন আসাদউদ্দিন ওয়েইসি'

জামিরুলের অভিযোগ, নির্বাচনে লড়াইয়ের সমস্ত প্রস্তুতি নিলেও হঠাৎ করেই চুপ করে গিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। এর কারণ কেউ জানে না। মিমের দলীয় নেতৃত্ব এখনও দিশাহীন। রাজ্যের নেতারা মানসিক প্রস্তুতি নিলেও শীর্ষ নেতৃত্ব কোনও উদ্যোগ নিচ্ছেন না। সূত্রের খবর, মিম-এর রাজ্য নেতৃত্বের মূল ক্ষোভ রাজ্যে মিম-এর পর্যবেক্ষক মাজিদ হোসেনকে নিয়ে।

মমতাকে সাহায্য করার ডাক

মমতাকে সাহায্য করার ডাক

এদিকে মমতাকে সাহায্য করার ডাক দিয়ে জামিরুলের বক্তব্য, 'আমি আমার ৪-৫ হাজার কর্মী সমর্থকদের নিয়ে নন্দীগ্রামে গিয়ে দিদির হয়ে কয়েকদিন কাজ করব। তৃণমূল না বললেও আমরা যাব। বিজেপিকে হারাতে যা করার আমরা করব। জেলায় আমাদের সমস্ত সংগঠন এখন আমার সঙ্গেই রয়েছে। তাঁরা যোগাযোগ রাখছে।'

মিম-এর ফোকাসে শুধুমাত্র মুর্শিদাবাদ

মিম-এর ফোকাসে শুধুমাত্র মুর্শিদাবাদ

এর আগে শোনা গিয়েছিল যে রাজ্যের মোট ৫টি জেলাকে টার্গেট করে এগোচ্ছে এআইএমআইএম। শুধু তাই নয়, পীরজাদা আব্বাস সিদ্দিকির দেখানো পথে হাঁটার বার্তাও দিয়েছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তবে সেই পরস্থিতি পুরোটাই বদলে গিয়েছে। এখন মিম-এর ফোকাসে শুধুমাত্র মুর্শিদাবাদ।

১৩টি আসনে প্রার্থী দেবে আসাদউদ্দিন ওয়েইসির দল

১৩টি আসনে প্রার্থী দেবে আসাদউদ্দিন ওয়েইসির দল

মিম-এর তরফে জানানো হয়, মুর্শিদাবাদ জেলার সর্বমোট ২২টি আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী দেবে আসাদউদ্দিন ওয়েইসির দল। এছাড়া জানা যাচ্ছে রাজ্যের অন্য কোন আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নেই কারণ হিসেবে এআইএমআইএম জানিয়েছে, এই আসনে এআইএমআইএম এর সংগঠন মোটামোটি শক্ত। ঠিক এই কারণেই শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা কে টার্গেট নিয়েছে ওয়েইসির দল।

English summary
West Bengal Election: AIMIM Bengal in-charge Zamirul Hasan quits party, Says will support Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X