For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে শুভেন্দুর 'ভোটার' হওয়ার নেপথ্যে কোন 'কারণ', স্ট্র্যাটেজি জানালেন খোদ শিশির-পুত্র

নন্দীগ্রামে শুভেন্দুর 'ভোটার' হওয়ার নেপথ্যে কোন 'কারণ', স্ট্র্যাটেজি জানালেন খোদ শিশির-পুত্র

  • |
Google Oneindia Bengali News

আজ সকালেই হলদিয়ায় মনোনয়ন পেশ করে এসেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর এই হাইপ্রোফাইল মনোনয়ন পেশের দিন দুই কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। এক বিশাল রোড শো করে পেশ হয় এই মনোনয়ন।

নন্দীগ্রামের ভোটার শুভেন্দু

নন্দীগ্রামের ভোটার শুভেন্দু

এদিন সকালে শুভেন্দু অধিকারী বলেন, 'আমি নন্দীগ্রামের ভোটার, ৫ বছর অন্তর আসি না। এখানকার মানুষকে বড়লোক করতে পারিনি ঠিকই তবে এঁদের সঙ্গে আত্মিক যোগ রয়েছে।' ফলে নিজের ভূমিপুত্র হওয়ার ফ্যাক্টর কার্যত এদিন সকালেই তুলে ধরেছেন শুভেন্দু।

মনোনয়নে দেরি কেন?

মনোনয়নে দেরি কেন?

এদিন দেখা যায়, শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সময় একটু দেরি হচ্ছে। ততক্ষণে বাইরে দাঁড়ানো জনতার মধ্যে বহু জল্পনা তৈরি হয়। আর নন্দীগ্রামের বিজেপি প্রার্থী বেরিয়ে আসতেই তাঁকে প্রশ্ন করা হয়, দেরির নেপথ্যে কি মনোনয়নের ত্রুটি ছিল? শুভেন্দু সহাস্য মুখে জানান , সমস্ত নথির কাজ শেষ করতে একটু বেশি সময় লেগেছে। কারণ তিনি আজই সমস্ত (মনোনয়নের কাজ) কিছু করে প্রচারের কাজে ব্যস্ত হয়ে যাবেন। তাই সেরে রাখলেন কাজ।

কেন নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু?

কেন নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু?

'আমি এখানকার প্রার্থী হলে ৫০-৫২ টা বুথ ওরা আর খেলতা পারবে না। আগের দিন রাত থেকেই নন্দীগ্রামে থাকতে পারব। ভোর রাতে ঘুরতে পারব'। ঠিক এই বার্তা দিয়ে এদিন বিজেপির প্রার্থী শুভেন্দু বুঝিয়ে দেন তাঁর ভোটার হিসাবে ভোটদান কেন্দ্র পরিবর্তন করার নেপথ্যে আসলে কোন স্ট্র্যাটেজি রয়েছে। কোন পরিকল্পনা মাফিক তিনি এগোতে চাইছেন তা বুঝিয়ে দেন শুভেন্দু।

কোথায় ভোট দেবেন শুভেন্দু?

কোথায় ভোট দেবেন শুভেন্দু?

শিশিরপুত্র শুভেন্দু জানান নন্দীগ্রামের ভোটার হয়ে তিনি যেভাবে বুথে বুথে নজর রাখতে পারবেন ভোটের দিন, তা তিনি হলদিয়ার ভোটার হয়ে করতে পারবেন না। তিনি নন্দীগ্রামের নন্দনায়কের বাসিন্দা। সেখানের এক প্রাইমারি স্কুলে ভোট দেবে শুভেন্দু।

মুখ খুলেছেন শিশির, একুশের ভোটে অধিকারীদের ডেরায় কি ফুটবে পদ্ম, হালখাতার হিসেব কষছে কালীঘাটমুখ খুলেছেন শিশির, একুশের ভোটে অধিকারীদের ডেরায় কি ফুটবে পদ্ম, হালখাতার হিসেব কষছে কালীঘাট

English summary
West Bengal Assembly Election 2021, Why Suvendu switch over his voting Constituency, he himself explains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X