For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের দফা কমাতে ফের চিঠি, কমিশনকে তিন যুক্তি তৃণমূলের

ভোটের দফা কমানোর দাবিতে অনড় তৃণমূল কংগ্রেস (trinamool congress) ফের চিঠি দিল নির্বাচন কমিশনে (election commission) । চিঠিতে শেষ দুদফা একসঙ্গে করার দাবি করা হয়েছে। প্রসঙ্গত বুধবারই নির্বাচন কমিশন জানিয়ে দেয় বিধিবদ্ধ

  • |
Google Oneindia Bengali News

ভোটের দফা কমানোর দাবিতে অনড় তৃণমূল কংগ্রেস (trinamool congress) ফের চিঠি দিল নির্বাচন কমিশনে (election commission) । চিঠিতে শেষ দুদফা একসঙ্গে করার দাবি করা হয়েছে। প্রসঙ্গত বুধবারই নির্বাচন কমিশন জানিয়ে দেয় বিধিবদ্ধ কিছু কারণে দফা কমানো সম্ভব নয়। তবে কমিশনের চিঠিকে হাতিয়ার করেই এদিন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল।

নির্ঘন্ট চাইলেই বদল করা যায় না

নির্ঘন্ট চাইলেই বদল করা যায় না

করোনা পরিস্থিতিতে প্রথম নির্বাচন হয় বিহারে, হত অক্টোবর এবং নভেম্বর মাসে। সেখানকার ভোটে বুথের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটদান কেন্দ্রগুলিকে মাস্ক ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছিল। সেই ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গেও। বুথের সংখ্যা এবার প্রায় ৩২ শতাংশের মতো বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে তৃণমূলকে দেওয়া চিঠিতে বলা হয়েছিল, নির্বাচনের নির্ঘটন্ট বেশ কতগুলি বিষয়ের ওপর ভিত্তি করে করা হয়। যা চাইলে বদল করা যায় না। পাশাপাশি রাজনৈতিক দলগুলি যে জমায়েত করে প্রচার করছে তারও উল্লেখ করা হয় ওই চিঠিতে।

২০১৬-র সঙ্গে তুলনা চলে না

২০১৬-র সঙ্গে তুলনা চলে না

বুধবার তৃণমূলকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন বলেছিল ২০১৬-র নিরিখে এবারে রাজ্যে ভোট প্রক্রিয়ার সময় কমানো হয়েছে। কমিশন বলেছিস এবারের ভোট প্রক্রিয়ায় সময় ৬৬ দিন। যা গতবারের থেকে ১১ দিন কম। এর পাল্টা এদিন তৃণমূলের তরফে বলা হয়েছে, গতবারের সঙ্গে এবারের কোনও তুলনাই চলে না। কেননা গতবার কোনও অতিমারী ছিল না।

কোভিড নিয়ন্ত্রণে পদক্ষেপ করা যাচ্ছে না

কোভিড নিয়ন্ত্রণে পদক্ষেপ করা যাচ্ছে না

তৃণমূলের তরফে বলা হয়েছে এবার পাঁচ রাজ্যে নির্বাচন হচ্ছে। কোনও রাজ্যে একদফায় নির্বাচন করা হয়েছে। তামিলনাড়ুতে করা হয়েছে তিনদফায়। কিন্তু বাংলায় তা করা হচ্ছে আটদফায়। যেই কারণে করোনা নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তার কিছুই করা যাচ্ছে না বলে মন্তব্য করা হয়েছে তৃণমূলের তরফে। অন্যদিকে বেশি দফার করণে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। তৃণমূলের লতরফে বলা হয়েছে, যেসময় নির্বাচন ঘোষণা করা হয়েছিল, সেই সময় পরিস্থিতি ততটা গুরুতর না হলেও পরবর্তী সময়ে পরিস্থিতির কথা মাথায় রেখেই তাদের দাবি জানানো হয়েছে।

প্রচারের সময় কমালে কেন দুদফা একসঙ্গে নয়

প্রচারের সময় কমালে কেন দুদফা একসঙ্গে নয়

তৃণমূলের তরফে প্রশ্ন তুলে বলা হয়েছে, যেসময় নির্বাচন কমিশন পরিস্থিতি বিবেচনা করে প্রচারের সময়সীমা কমাচ্ছে, সেই সময় কেন একই কারণে দুদফার ভোট একসঙ্গে করা হবে না। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে দফা কমানোর জন্য এটা তৃণমূলের তৃতীয় চিঠি। এদিন কলকাতা হাইকোর্টও কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে। সেই পরিস্থিতিতে তৃণমূলের এই চিঠিকে চাপ তৈরির কৌশল বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

দিল্লি থেকে জরুরি তলব, দুই সভা না করেই ফিরলেন অমিত শাহ, জল্পনা তুঙ্গেদিল্লি থেকে জরুরি তলব, দুই সভা না করেই ফিরলেন অমিত শাহ, জল্পনা তুঙ্গে

English summary
west bengal election 2021 TMC sends another letter to EC demanding to reduce the phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X