For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদর্শ আচরণবিধি ভঙ্গে এবার নাম জড়াল প্রধানমন্ত্রীর! মোদীর বিরুদ্ধে নালিশ ডেরেকের

Google Oneindia Bengali News

দেশজুড়ে জোরকদমে করোনা ভাইরাস রুখতে টিকাকরণ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ সম্পর্কে উৎসাহ বাড়াতে নিজে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসবের মাঝেই টিকাকরণ কর্মসূচির সুযোগ নিয়ে ভোট প্রচারের অভিযোগ উঠল বিজেপি তথা মোদির বিরুদ্ধে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে টুইটার সরব হল তৃণমূল৷ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সেই টুইটে জানালেন, তৃণমূল বিষয়টিকে নিয়ে নির্বাচনের কমিশনের কাছে যাবে৷

ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে

পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য যেখানে ইতিমধ্যে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেখানে ভ্যাকসিনেশনের পর দেওয়া সরকারি শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এই বিষয়েই সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। তৃণমূল কংগ্রেস মনে করছে, এই ঘটনা নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন।

বিজেপির বিরুদ্ধে তৃণমমূলের অভিযোগ

বিজেপির বিরুদ্ধে তৃণমমূলের অভিযোগ

তৃণমমূলের অভিযোগ, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে শংসাপত্র বিলি আসলে এরাজ্যে বিজেপির প্রচারে একটি হাতিয়ার হিসাবে কাজ করছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসবেন তারা। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন সেই টুইটে জানালেন, তৃণমূল বিষয়টিকে নিয়ে নির্বাচনের কমিশনের কাছে যাবে৷

নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন ডেরেকরা

নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন ডেরেকরা

মঙ্গলবার এই বিষয়ে টুইট করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন। মোদীর ছবি দেওয়া ভ্যাকসিনেশনের শংসাপত্রের ছবি দিয়ে ডেরেক লেখেন, 'ভোট ঘোষণা হয়ে গিয়েছে। অথচ কোভিড সংক্রান্ত বিভিন্ন দস্তাবেজে প্রধানমন্ত্রী জ্বলজ্বল করছেন। আমরা বিষয়টিকে নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাব।'

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব মমতা

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব মমতা

একুশের ভোট ঘোষণার দিন থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচনী সূচি বিজেপিকে সুবিধা করে দেওয়ার কথা ভেবেই করা হয়েছে। এখানেই থামেননি তিনি৷ ভোটে কমিশনের নিরপেক্ষ ভূমিকার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। এই অবস্থায়, কোভিড দস্তাবেজে প্রধানমন্ত্রীর ছবি রাজ্যের শাসকদল তৃণমূলের হাতে নয়া অস্ত্র তুলে দিল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

English summary
West Bengal Election 2021: TMC's MP Derek O Brien accused PM Narendra Modi of violating MCC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X