For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেদের যাত্রা ভঙ্গ করে প্রচার পেতে চাইছে বিজেপি, মিনাখাঁর ঘটনা প্রসঙ্গে পাল্টা তোপ জ্যোতিপ্রিয়র

Google Oneindia Bengali News

এদিন বিকেল নাগাদ বিজেপির পরিবর্তন যাত্রার রথে হামলা হয়। পাল্টা হামলায় ভাঙচুর হয় তৃণমূল কার্যালয়ে। শনিবার বিকেলে শাসক-বিরোধীর হামলা ও পালটা হামলার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। এদিন দলের ওই মিছিলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

'ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি'

'ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি'

মিনাখাঁয় দিলীপ ঘোষের রথে হামলা বিজেপিই করেছে। শনিবার হাবড়ায় এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, 'বিজেপির মিটিং মিছিলে মানুষ যেতে চাইছে না। তাই রথযাত্রায় নিজেদের কর্মী দিয়ে ইট মেরে প্রচারে আসতে চাইছে বিজেপি।'

'বিজেপির সমস্ত মিছিল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে'

'বিজেপির সমস্ত মিছিল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে'

আজ বিকেলে উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় জমির পাট্টা বিলির অনুষ্ঠানে এসে আসেন খাদ্যমন্ত্রী। সেখানে মিনাখাঁর হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বিজেপির সমস্ত মিছিল থেকে মানুষ পালিয়ে যাচ্ছে।'

'মানুষ শুনতে চাইছে যে উন্নয়নের কী কাজ হয়েছে'

'মানুষ শুনতে চাইছে যে উন্নয়নের কী কাজ হয়েছে'

জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, 'মানুষ শুনতে চাইছে যে উন্নয়নের কী কাজ হয়েছে।' পাশাপাশি বিজেপি নেত্রী পামেলার গ্রেফতারি প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'উনি তো নিজেই বলছেন, বিজেপি নেতারা তাঁকে ফাঁসিয়েছেন। বিজেপির নেতারা একে অপরকে ফাঁসানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন।'

ভাঙচুর চালানো হয় বিজেপির রথে

ভাঙচুর চালানো হয় বিজেপির রথে

এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছায় মিনাখাঁ থানার পাশে। কয়েক হাজার বিজেপি কর্মী ওই রথের সঙ্গে হাঁটেন। অভিযোগ, ওই রথযাত্রার মিছিল যখন মিনাখাঁ থানা সংলগ্ন বাসন্তী হাইওয়ের মালঞ্চ-কুশগ্রাম মোড়ের কাছে পৌঁছায়, তখন আচমকা রাস্তার পাশের তৃণমূলের কার্যালয় থেকে হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয় ওই রথে। বিজেপি কর্মীরা পালটা তৃণমূলের ওই পার্টি অফিসে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

পারস্পরিক হামলায় দু'পক্ষের ১৫ জখম হয়েছে

পারস্পরিক হামলায় দু'পক্ষের ১৫ জখম হয়েছে

পারস্পরিক হামলায় দু'পক্ষের ১৫ জখম হয়েছে। পুলিশ অবশ্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে বিজেপি কর্মীরা মালঞ্চ বাজারের কাছে কলকাতা-বাসন্তী হাইওয়েতে অবরোধ করেন। বিজেপির অভিযোগ, সন্ধের পর মালঞ্চ এলাকায় তৃণমূল বোমাবাজি করেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।

English summary
West Bengal Election 2021: TMC's Jyotipriya Mallick said BJP staged attack on their Rath Yatra in Barasat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X