For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর সভায় কানধরে উঠবোস, বিজেপিতে যোগ দিয়ে 'প্রায়শ্চিত্ত' তৃণমূলত্যাগী নেতার

Google Oneindia Bengali News

বিজেপির ভরা সভায় কানধরে উঠবোস করলেন তৃণমূলত্যাগী নেতা সুশান্ত পাল ওরফে বাচ্চু৷ তিনি নাকি ভুল করেছেন। সেই ভুলেরই প্রায়শ্চিত্ত করতে কান ধরে উঠবোস। সুশান্ত পালের সাফ বক্তব্য, ভুল করেছেন৷ সেই ভুল স্বীকার করতে কোনও লজ্জা নেই৷ বললেন, 'ভুল করেছি৷ ভুল শুধরাতেই।' বলেই কানধরে উঠবোস করে পাপের প্রায়শ্চিত্ত করলেন তিনি৷

শুভেন্দুর হাত ধরে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন

শুভেন্দুর হাত ধরে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন

পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার চকগোপীনাথপুরে বিজেপির যোগদান মেলা ছিল৷ সেই যোগদান মেলায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যরা৷ আর এই যোগদান মেলাতেই ঘাসফুল ছেড়ে পদ্মদলে খাতায় কলমে নাম লেখালেন এই সুশান্ত পাল৷ আর এরই সঙ্গে তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন সুশান্ত পাল

১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন সুশান্ত পাল

১৯৯৮ সাল থেকে তৃণমূল করছেন সুশান্ত পাল৷ মদন মিত্রর সঙ্গে তাঁর ঘরোয়া সম্পর্ক৷ পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে আসছেন জেলা সভাপতি অজিত মাইতি ও আর এক তৃণমূল নেতা বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে৷ শুভেন্দু অধিকারীর সঙ্গেও হাজারটা সভা করেছেন তিনি৷ তৃণমূলের বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তাঁর সক্রিয়তা ছিল চোখে পড়ার মত৷

বিজেপিতে যোগ দিয়ে নেতার স্বীকারোক্তি 'ভুল করেছি'

বিজেপিতে যোগ দিয়ে নেতার স্বীকারোক্তি 'ভুল করেছি'

তবে সময় বদলেছে। শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে৷ একাধিক নেতারা দলবদলে আজ অন্য দলে৷ আর আজ সেই ট্রেন্ড ফলো করে বিজেপিতে যোগ দিলেন সুশান্ত পাল৷ যোগ দিয়েই তাঁর স্বীকারোক্তি 'ভুল করেছি'৷ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আমি আজ এই জনসভা থেকে তৃণমূলকে দেউলিয়া করার অঙ্গীকার নিচ্ছি৷'

English summary
West Bengal Election 2021: TMC leader joins BJP in presence of Suvendu Adhikari, atones
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X