For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছলো ইস্তেহার প্রকাশ, ষড়যন্ত্রের অভিযোগে আজই কমিশনে যাচ্ছে তৃণমূল

পিছিয়ে দেওয়া হল তৃণমূলের (trinamool congress) ইস্তেহার প্রকাশ। নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হয়ে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) এসএসকেএম-এ (sskm) ভর্তি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত

  • |
Google Oneindia Bengali News

পিছিয়ে দেওয়া হল তৃণমূলের (trinamool congress) ইস্তেহার প্রকাশ। নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হয়ে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) এসএসকেএম-এ (sskm) ভর্তি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা বা-পায়ে এবং ঘাড়ে আঘাত বেশ গুরুতর। এদিকে বিষয়টি নিয়ে আজই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রী মমতা এখনও ট্রমায়! চুপ কেন মোদী-শাহ, প্রশ্ন তৃণমূলেরমুখ্যমন্ত্রী মমতা এখনও ট্রমায়! চুপ কেন মোদী-শাহ, প্রশ্ন তৃণমূলের

শিব চতুর্দশীতে ইস্তেহার প্রকাশের কথা ছিল

শিব চতুর্দশীতে ইস্তেহার প্রকাশের কথা ছিল

এবার শিব চতুর্দশীতে তৃণমূলের ইস্তেহার প্রকাশের কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়ে এসএসকেএন ভর্তি হওয়ার পরেই দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের দিন পরে জানানো হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

একাধিক টেস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রীর

একাধিক টেস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রীর

সোমবার রাতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রীকে ভর্তি করানোর পরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো্লজিতে। অ্যাম্বুলেন্সেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। নিউরো টেস্টের পাশাপাশি একাধিক টেস্ট করা হয়েছে তাঁর। বা-পায়ে এবং ঘাড়ে আঘাত পেয়েছেন তিনি। তাঁর বা-পায়ের পাতা ফুলে রয়েছে। তাঁকে ইন্ট্রাভেনাস ব্যথা কমানোর ওযুধ দেওয়া হয়েছে। চিকিৎসকরা এখন অপেক্ষা করছেন আরও কিছু পরীক্ষার রিপোর্টেওর ওপরে। তারপরেই তাঁর পরবর্তী চিকিৎসা শুরু করা হবে।

কমিশনে যাচ্ছে তৃণমূল

কমিশনে যাচ্ছে তৃণমূল

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, কাপুরুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানোর চেষ্টা করেছেন। কিন্তু তারা তাতে সফল হতে পারেনি। তিনি সোমবার ঘটনার দায় নির্বাচন কমিশনের ঘাড়েই চাপিয়েছেন। তিনি বলেছেন, প্রথমে রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, তারপর ডিজিকে সরানো হয়েছে। তারপরেই এই ঘটনা। নির্বাচন কমিশন চুপ করে বসে আছে বলেও অভিযোগ করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। কমিশনের কাছে বৃহস্পতিবারেই তারা যাবেন বলেও জানিয়েছেন।

নন্দীগ্রামের কর্মসূচি অসম্পূর্ণ করে ফিরেছেন মমতা

নন্দীগ্রামের কর্মসূচি অসম্পূর্ণ করে ফিরেছেন মমতা

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেরার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু সোমবার রাতের ঘটনার পরেই গ্রিন করিডোর করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও বলেছিলেন তিনি। সোমবার রাতে পিসিকে দেখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বিজেপিকে নিশানা করেন।

English summary
TMC has decided to postpone their maninesto release due Mamata Banerjee's illness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X