For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকের প্রতি ক্ষোভ! মুকুল-শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অপর প্রতিষ্ঠাতা সদস্য

পিকের প্রতি ক্ষোভ! মুকুল, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অপর প্রতিষ্ঠাতা সদস্য

  • |
Google Oneindia Bengali News

দিকে দিকে ভাঙছে তৃণমূল (trinamool congress)। ডুমুরজলার সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) সেই কথা বলতে গিয়ে সমবেত জনগণকে বলেন, এদিনের সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের অপর প্রতিষ্ঠাতা সদস্য বাণী সিংহ রায়। এদিনের সভা থেকে ফেব্রুয়ারিতেই তৃণমূলে আরও বড় ভাঙনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু।

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই তুলেছিলেন প্রশ্ন

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই তুলেছিলেন প্রশ্ন

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই প্রশ্ন তুলেছিলেন, প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়। তিনি হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদও বটে। শুভেন্দু অধিকারীকে জননেতা বলে বর্ণনা করে তিনি প্রশ্ন করেছিলেন কেন দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হল। শুভেন্দুর পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি দলে রাজীব বন্দ্যোপাধ্যায় কোণঠাসা বলেও সেই সময় অভিযোগ করেছিলেন তৃণমূলের অন্যতম এই প্রতিষ্ঠাতা সদস্য।

প্রশান্ত কিশোরকে নিশানা

প্রশান্ত কিশোরকে নিশানা

দল পরিচালনার দায়িত্ব প্রশান্ত কিশোরের সংস্থার হাতে দেওয়ার প্রবল সমালোচনা করে তিনি বলেছিলেন তিনি (প্রশান্ত কিশোর) বাংলার সংস্কৃতি জানেন না। কোনও সংস্থাকে দিয়ে বাংলার ভোটে জেতা যায় না বলেও জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে দলের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী পাড়ার চার থেকে পাঁচ জন দল চালাচ্ছেন।

ফাঁকা হবে তৃণমূল, বলেছেন শুভেন্দু

ফাঁকা হবে তৃণমূল, বলেছেন শুভেন্দু

এদিনের সভায় শুভেন্দু অধিকারী বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের যেসব জেলায় তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা। অন্য নেতাদের নিয়ে তিনি ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার পরে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সংগঠন ভঙ্গুর বলে মন্তব্য করেছেন শুভেন্দু। আর ৩০ ও ৩১ জানুয়ারি রাজীব বন্দ্যোপাধ্যায়ট, বাণী সিংহ রায়রা বিজেপিতে যোগ দেওয়ার পরে হাওড়াতেও তৃণমূলের একই পরিস্থিতি। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ২ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় ফাঁকা হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত বিজেপির কলকাতা সাংগঠনিক জেলার পর্যবেক্ষক হলেন অপর তৃণমূল ত্যাগী শোভন চট্টোপাধ্যায়। তিনি দীর্ঘদিন যাবত তৃণমূলের তরফে দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন।

এদিন বিজেপিতে যোগ দিলেন যাঁরা

এদিন বিজেপিতে যোগ দিলেন যাঁরা

হাওড়ার ডুমুরজলার সভায় এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন তৃণমূলের অপর প্রতিষ্ঠাতা সদস্য বাণী সিংহ রায়। এছাড়াও রয়েছেন, হাওড়া তৃণমূলের একাধিক পদাধিকারী। এই তালিকায় রয়েছেন, অনুপম রায়, বাবলু মণ্ডল। এছাড়াও ভিন জেলার পার্থ বসুও (বসিরহাটের প্রভাবশালী নেতা) এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

বিজেপিতে চলে যাবে পুরো তৃণমূলটাই, পড়ে থাকবেন একা মমতা! জল্পনা উসকালেন শাহবিজেপিতে চলে যাবে পুরো তৃণমূলটাই, পড়ে থাকবেন একা মমতা! জল্পনা উসকালেন শাহ

English summary
West bengal election 2021: TMC founder member Bani Singha Roy joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X