For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট না পেয়েই পদ্মমুখী, মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূলের কোর কমিটির সদস্যের

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ৷ আজ সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগদানের বিষয়টি স্পষ্ট করেন৷ দীনেশ বাজাজ ছাড়াও আজ মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার৷ যদিও বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি৷

'বিজেপিতে যোগ দিলাম'

'বিজেপিতে যোগ দিলাম'

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'অনেকেই তাঁদের দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন৷ তাই পরামর্শ নিতে মুকুলদার কাছে এসেছিলাম৷ আজ বিকেলেই ইস্তফা দিয়েছি৷ বিজেপিতে যোগ দিলাম৷ আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়টা পরে মুকুলদা জানিয়ে দেবেন৷'

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

কিন্তু কেন এই সিদ্ধান্ত? তৃণমূলের বহিরাগত তত্ত্বকেই দায়ি করছেন প্রাক্তন বিধায়ক৷ বললেন, 'বহিরাগত বলে হিন্দিভাষীদের অপমান করা হচ্ছিল৷ মোদী বহিরাগত হলে আমরা কী? আমার জন্ম এখানে৷ তারপরেও যদি বহিরাগত শুনতে হয় এর চেয়ে খারাপ কিছু হতে পারে না৷'

টিকিট পাননি বলে ক্ষোভ নেই?

টিকিট পাননি বলে ক্ষোভ নেই?

তাহলে টিকিট পাননি বলে ক্ষোভ নেই? দীনেশ বাজাজের সাফ কথা, 'টিকিট তো আগেও পাইনি৷ ২০১১, ২০১৬ সালেও আমাকে টিকিট দেয়নি ৷ কই তখন তো দল ছাড়িনি৷' কে এই দীনেশ বাজাজ? তৃণমূলের কোর কমিটির সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্র দীনেশ। পশ্চিমবঙ্গ হিন্দি অ্যাকাডেমির সহ-সভাপতি পদেও ছিলেন তিনি। ২০০৬ সালে জোড়াসাঁকো বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন।

English summary
West Bengal Election 2021: TMC Core committee member Dinesh Bajaj joins BJP after not getting ticket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X