For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে 'উৎখাত' করল তৃণমূল, হল শুদ্ধিকরণও

তৃণমূলের ছেড়েছিলেন প্রায় একমাস আগে। তারপর একাধিকবার নিজের কেন্দ্র ডোমজুড়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(rajib banerjee)। তবে এদিনই মনে হয় তৃণমূল তাঁকে সব থেকে বেশি চ্যালেঞ্জ জানাল। স্থানীয় তৃণমূল (

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের ছেড়েছিলেন প্রায় একমাস আগে। তারপর একাধিকবার নিজের কেন্দ্র ডোমজুড়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(rajib banerjee)। তবে এদিনই মনে হয় তৃণমূল তাঁকে সব থেকে বেশি চ্যালেঞ্জ জানাল। স্থানীয় তৃণমূল (trinamool congress) নেতৃত্বের তরফে এদিন তাঁর ডোমজুড়ে (domjur) পাকুড়িয়ায় থাকা বিধায়কের কার্যালয়টি দখল করে নেয়। তারপর সেখানে শুদ্ধিকরণও করা হয়।

মমতাকে কাত করতে পরিকল্পনা মোদীর, বিদেশ সফরেই আসবে 'সাফল্য'মমতাকে কাত করতে পরিকল্পনা মোদীর, বিদেশ সফরেই আসবে 'সাফল্য'

করা হবে নির্বাচনী কার্যালয়

করা হবে নির্বাচনী কার্যালয়

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিশ্বাসঘাতকতার কারণে রাজীব বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে প্রচুর ভোটে হারবেন। আর বিধায়কের কার্যালয়টিকে তৃণমূলের তরফে এই কেন্দ্রের নির্বাচনী কার্যালয় করা হবে বলে জানানো হয়েছে।

এদিনই করা হয় শুদ্ধিকরণ

এদিনই করা হয় শুদ্ধিকরণ

তবে এদিন বিধায়কের কার্যালটি দখলে আনার পরে শুদ্ধিকরণ করে তৃণমূল। গঙ্গা জল দিয়ে ধোয়া-মোছার কাজ চলে বেশ কিছুক্ষণ।

পুরো সময়ের ভাড়া মেটাননি রাজীব

পুরো সময়ের ভাড়া মেটাননি রাজীব

যে বাড়িটিতে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়কের অফিস করেছিলেন, তার মালিক আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। সেই মালিকের অভিযোগ, বিধায়ক এবং মন্ত্রীর অফিস তৈরি করা হলেও তাঁকে মাত্র তিনমাসের ভাড়া দেওয়া হয়েছিল। বছরের পর বছর ধরে বাড়ির একতলা দখল হয়ে পড়ে থাকলেও ভাড়া মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন মন্টু সাঁতরা নামে ওই নেতা। রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলের বিরুদ্ধে দখলদারির অভিযোগ বিজেপির

তৃণমূলের বিরুদ্ধে দখলদারির অভিযোগ বিজেপির

বিধায়কের অফিস ঘর দখল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দখলদারির রাজনীতির অভিযোগ করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, অফিসটি যদি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজেস্ব হয়, তাহলে তৃণমূল সেটা দখল করে কী করে?

English summary
TMC captures ex minister and BJP leader Rajib Banerjee's office in Domjur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X