For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েও 'অখুশি', বিজেপিতে যাচ্ছেন আদিবাসী তৃণমূল নেত্রী

শুক্রবার তৃণমূল (trinamool congress) প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই তালিকায় হবিবপুর (habibpur) থেকে তালিকায় নাম রয়েছে সরলা মুর্মুর (sarala murmu)। টিকিট পাওয়ার পরেই এই নেত্রী খুশি নন বলেই জানা গিয়েছেন। এদিন কলকাতায় ত

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার তৃণমূল (trinamool congress) প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই তালিকায় হবিবপুর (habibpur) থেকে তালিকায় নাম রয়েছে সরলা মুর্মুর (sarala murmu)। টিকিট পাওয়ার পরেই এই নেত্রী খুশি নন বলেই জানা গিয়েছেন। এদিন কলকাতায় তিনি বিজেপির (bjp) পতাকা হাতে নিতে চলেছেন বলেই সূত্রের খবর।

উদাহরণ দিয়ে সংসদের বাজেট অধিবেশন মুলতুবি করার দাবি তৃণমূলের, জল্পনা তুঙ্গেউদাহরণ দিয়ে সংসদের বাজেট অধিবেশন মুলতুবি করার দাবি তৃণমূলের, জল্পনা তুঙ্গে

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়

শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়

৫ মার্চ শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই তালিকায় রাখা হয়েছিল মালদহ জেলাপরিষদের প্রাক্তন সভাধপতি সরলা মুর্মুকে। তাঁকে হবিবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। এলাকায় দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে প্রার্থী হওয়ার পরেও বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা এবার প্রথম।

পছন্দর হয়নি কেন্দ্র

পছন্দর হয়নি কেন্দ্র

সূত্রের খবর অনুযায়ী, হবিবপুর থেকে প্রার্থী করা হলেও, তাঁর পছন্দের কেন্দ্র ছিল পুরাতন মালদহ। তিনি এব্যাপারে দলীয় নেতৃত্বকে বলেছিলেন। কিন্তু দল তাতে কান দেয়নি। ফলে তাঁর দলবদল আগেই নিশ্চি হয়ে গিয়েছিল। রবিবার হবিবপুরে তৃণমূলের তরফে করা আদিবাসীদের সমাবেশে তিনি হাজির হননি বলেই জানা গিয়েছে।

 রবিবার রাতেই কলকাতার পথে রওনা

রবিবার রাতেই কলকাতার পথে রওনা

ইতিমধ্যে কলকাতায় পৌঁছথে গিয়েছেন সরলা মুর্মু। রবিবার রাতে তিনি মালদহ থেকে ট্রেন ধরেন বলে জানা গিয়েছে। সোমবার না হলে মঙ্গলবার তিনি বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এদিকে, রবিবার তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেছেন মালদহ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি। তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। পাশাপাশি তৃণমূলের তরফে তাঁকে এবারের নির্বাচনে প্রার্থী করা হয়নি।

হবিবপুরে তৃণমূলের নতুন প্রার্থী

হবিবপুরে তৃণমূলের নতুন প্রার্থী

এদিকে মালদহের হবিবপুরে তৃণমূলের প্রার্থীর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হতেই, প্রার্থী তালিকায় বদল করল তৃণমূল। এদিন সকালে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শারীরিক কারণে হবিবপুরের প্রার্থী সরলা মুর্মুকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে প্রদীপ বাস্কেকে।

English summary
TMC candidate from Habibpur malda Sarala Murmu will join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X