For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে কোথায় এগিয়ে, একুশের নির্বাচনের আগে ঝাড়গ্রামের সাত কেন্দ্রের হালহকিকৎ

কে কোথায় এগিয়ে, একুশের নির্বাচনের আগে ঝাড়গ্রামের সাত কেন্দ্রের হালহকিকৎ

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর লড়াইয়ে ঝাড়গ্রামের সাতটি বিধানসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ। কেননা যে জঙ্গলমহল হাসছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, সেই কেন্দ্র থেকেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। ফলে এই সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য তৃণমূলকে নতুন করে অঙ্ক কষতে হয়েছে। অন্যদিকে লড়াইয়ের জন্য বিজেপিও তৈরি।

 ২০১৬-তে ঝাড়গ্রামের অন্তর্গত সাত কেন্দ্রের ফলাফল

২০১৬-তে ঝাড়গ্রামের অন্তর্গত সাত কেন্দ্রের ফলাফল

ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা হল নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনি, বিনপুর, বান্দোয়ান। এই কেন্দ্রগুলির মধ্যে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত। অন্যদিকে গড়বেতা আর শালবনি পশ্চিম মেদিনীপুর বিধানসভার অন্তর্গত। আর বান্দোয়ান পুরুলিয়া জেলার অন্তর্গত। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সাতটি কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।

২০১৯-এ ঝাড়গ্রামের অন্তর্গত সাত কেন্দ্রের ফলাফল

২০১৯-এ ঝাড়গ্রামের অন্তর্গত সাত কেন্দ্রের ফলাফল

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ঝাড়গ্রাম আসন জিতেছিলেন। ফলাফলে নিরিখে তৃণমূল শালবনি, বিনপুরে এগিয়ে ছিল। বিজেপি এগিয়ে ছিল নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, বান্দোয়ানে।

কেন্দ্র: নয়াগ্রাম

কেন্দ্র: নয়াগ্রাম

২০১৬-তে নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু জয়ী হয়েছিলেন।
অন্যদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে নয়াগ্রাম থেকে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম এই কেন্দ্র থেকে সাড়ে তিন হাজারের মতো ভোটে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের থেকে এগিয়ে ছিলেন। ২০২১-এর লড়াইয়ে কে টেক্কা দেন, এখন সেটাই দেখার।

কেন্দ্র:গোপীবল্লভপুর

কেন্দ্র:গোপীবল্লভপুর

২০১৬-র নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের চূড়ামনি মাহাত। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন সিপিএম-এর পুলিন বিহারী বাস্কে।
কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর থেকে এগিয়ে ছিলেন প্রায় ৭ হাজারের মতো ভোটে। ফলে এই কেন্দ্রেও এবারের লড়াই বেশ জোরদার।

 কেন্দ্র: ঝাড়গ্রাম

কেন্দ্র: ঝাড়গ্রাম

২০১৬-তে এই কেন্দ্রে তৃণমূলের তরফে জয়ী হয়েছিলেন সুকুমার হাঁসদা।
২০১৯-এর নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন প্রায় দেড় হাজারের বেশি ভোটে। এই কেন্দ্রে কে কাকে টেক্কা দেন এখন সেটাই দেখার।

কেন্দ্র:গড়বেতা

কেন্দ্র:গড়বেতা

২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের আশিস চক্রবর্তী। তিনি পেয়েছিলেন একলক্ষ ১০ হাজারের বেশি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম-এর সরফরাজ খান। বিজেপি প্রার্থী ছিলেন তৃতীয় স্থানে।
২০১৯-এর নির্বাচনে বিজেপি প্রার্থী গড়বেতা কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন প্রায় সাত হাজারের মতো বেশি ভোটে। এই কেন্দ্রে তাই এবারের লড়াই বেশ জোরদার।

 কেন্দ্র:শালবনি

কেন্দ্র:শালবনি

২০১৬-তে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত জয়ী হয়েছিলেন। তিনি সিপিএম প্রার্থী শ্যামসুন্দর পাণ্ডেকে হারিয়েছিলেন।
২০১৯-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী শালবনি কেন্দ্র থেকে এগিয়ে ছিলেন প্রায় নয় হাজারের মতো ভোটে। ফলে ২০২১-এর ভোটে এই কেন্দ্রে লড়াই বেশ জোরদার।.

কেন্দ্র: বিনপুর

কেন্দ্র: বিনপুর

২০১৬-তে তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ হেমব্রম এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী এগিয়ে ছিলেন প্রায় ৩ হাজারের মতো ভোটে। ফলে এই কেন্দ্রেও লড়াই বেশ জোরদার।

কেন্দ্র: বান্দোয়ান

কেন্দ্র: বান্দোয়ান

২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের রাজীব লোচন সোরেন। তিনি একলক্ষ চার হাজারের মতো ভোট পেয়েছিলেন। বিপক্ষের বাম প্রার্থী পেয়েছিলেন প্রায় ৮৪ হাজারের মতো ভোট।
২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী এগিয়ে ছিলেন প্রায় তিন হাজার ভোটে। এই কেন্দ্রে কে কাকে টেক্কা দেন এখন সেটাই দেখার।

কে কোথায় এগিয়ে, একুশের নির্বাচনের আগে ঘাটালের সাত কেন্দ্রের অবস্থাকে কোথায় এগিয়ে, একুশের নির্বাচনের আগে ঘাটালের সাত কেন্দ্রের অবস্থা

English summary
West Bengal Election 2021: TMC and BJP are in neck to neck fight in Jhargram’s seven seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X