For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত দলের প্রাক্তন সাংসদের স্ত্রী, পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা

করোনা আক্রান্ত দলের প্রাক্তন সাংসদের স্ত্রী, পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। সংকট জনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। খবর পেয়ে প্রয়াত সাংসদের স্ত্রীর চিকিৎসার খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারে অভিভাবকের মতো দাঁড়িয়েছেন তিনি। প্রতিদিনই ফোন করে নন্দিনী পালের অবস্থার খবর নিচ্ছেন মু্খ্যমন্ত্রী।

তীব্র অক্সিজেন সঙ্কটে ভারত, করোনা যুদ্ধে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া-অস্ট্রেলিয়া সহ ১৫ দেশ তীব্র অক্সিজেন সঙ্কটে ভারত, করোনা যুদ্ধে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া-অস্ট্রেলিয়া সহ ১৫ দেশ

করোনা আক্রান্ত তাপস পালের স্ত্রী

করোনা আক্রান্ত তাপস পালের স্ত্রী

তাপস পালের মেয়ে সোহিনী জানিয়েছেন, প্রতিদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ফোন করে খোঁজ খবর নেন। নন্দিনী পালের অবস্থা কেমন রয়েছে তার খবর নেন। দিদির মতো অভিভাবক হয়ে পরিবারের মাথার উপর দাঁড়িয়েছেন তিনি। এমনই জানিয়েছেন সোহিনী। গত কয়েকদিনে একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জিত, পার্নো মিত্র, শুভশ্রী, রাজ চক্রবর্তী একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত নেতারা

করোনা আক্রান্ত নেতারা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যের চার জন প্রার্থী মারা গিয়েছেন। এদিকে অধীর, সুজন সহ একাধিক রাজনৈতিক নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের করোনা পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় দাড় করিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। যথাযথ করোনা বিধি কার্যকর করা না হলে ২ মে গণনা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। তারপরেই কমিশনের পক্ষ থেেক নির্দেশিকা জারি করে বলা হয় ২ মে ফল প্রকাশের পর কোন রকম বিজয় মিছিল করা যাবে না।

ভয়াবহ পরিস্থিতি

ভয়াবহ পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। অক্সিজেনের সংকট। হাসপাতালে বেডের সংকট। ভ্যাকসিনের সংকট তীব্র আকার নিয়েছে। ভ্যাকনিস না পেয়ে আজ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকে তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন না বলে জানিয়েছেন। কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এরই মধ্য আবার রাজ্যে এসে গিয়েছে ৪ লক্ষ কোভিশিল্ড।

খুলে গেল কো-ইউনে রেজিস্ট্রেশন

খুলে গেল কো-ইউনে রেজিস্ট্রেশন

আজ থেকেই কো উইন অ্যাপে করোনা টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন শুরু হল। আঠেরো বছরের উর্ধ্বে যাঁরা করোনা টীকা নেবেন তাঁদের এই কো উইনঅ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে। পয়লা মে থেকে শুরু হবে এই টীকাকরণ কর্মসূচি। করোনা ভ্যাকসিন সংকটের মধ্যে কীভাবে এই টিকাকরণ কর্মসূচি চলবে তা নিয়ে উন্মাদনা শুরু হয়েছে।

English summary
West Bengal Assembly Election 2021: Ex TMC MP Tapas Pal's wife coronavirus infected CM Mamata Banerjee extend support
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X