For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুর নিয়ে মুকুলের 'পথে'ই চলেছেন শুভেন্দু! সংশোধন করলেন বাম আমলের 'স্লোগান'

সিঙ্গুর নিয়ে মুকুলের 'পথে'ই চলেছেন শুভেন্দু! সংশোধন করলেন বাম আমলের 'স্লোগান'

  • |
Google Oneindia Bengali News

সিঙ্গুর (singur) নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। এদিন হুগলির গুড়াপের সভায় তিনি তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে বলেন, সিঙ্গুরে টাটা ন্যানোর (tata nano)কারখানাকে তাড়িয়ে বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করেছেন তিনি।

সিঙ্গুর নিয়ে মুকুল রায়

সিঙ্গুর নিয়ে মুকুল রায়

ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে শিল্প পার্ক তৈরি করার কথা বলেছিলেন। যা নিয়ে মুকুল রায় বলেছিলেন, আগামীতে রাজ্যে যে সরকার আসবে, তারাই ঠিক করবেন ওই জমিতে কী হবে। সেই সময়ই মুকুল রায় স্বীকার করেছিলেন সিঙ্গুর নিয়ে আন্দোলনে বড় ক্ষতি হয়ে গিয়েছে বাংলার। রাজ্যে শিল্পে যে সমস্য, তা টাটাদের ন্যানো কারখানা হলে, মিটতো বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, সিঙ্গুরে পা দিলেই একটা পাপবোধ হয়।

 ক্ষমা চেয়েছিলেন শুভেন্দু অধিকারী

ক্ষমা চেয়েছিলেন শুভেন্দু অধিকারী

জানুয়ারিতে সিঙ্গুর নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, সিঙ্গুর নিয়ে ভুল হয়েছিল।। তখন তিনি ল্যাম্পপোস্ট ছিলেন। মুখে লিউকোপ্লাস্ট লাগানো ছিল বলে জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, বলেছে হাত তুলেছি। কিন্তু মনে মনে দগ্ধ হয়েছিল। শুভেন্দু বলেছিলেন, সিঙ্গুরের সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গত লোকসভার নির্বাচনে সিঙ্গুরের মানুষ তৃণমূলকে রিজেক্ট করেছে।

ফের সিঙ্গুর নিয়ে নিশানা মমতাকে

ফের সিঙ্গুর নিয়ে নিশানা মমতাকে

এদিন হুগলির গুড়াপের সভা থেকে সেই সিঙ্গুর নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে চাকরি নেই, শিল্প নেই। সঙ্গে তিনি পাশের সিঙ্গুরের চিত্র তুলে ধরেন। বলেন, সিঙ্গুরে কী অবস্থা করেছে দেখুন। টাটার ন্যানোকে তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকদের স্বপ্নকে ধ্বংস করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ২০১১-তে পরিবর্তনের ডাক দেওয়া হলেও, তাতে পরিবর্তন হয়নি। আসল পরিবর্তন করতে গেলে বিজেপিকে জেতাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বাম আমলের স্লোগান সংশোধন

বাম আমলের স্লোগান সংশোধন

কংগ্রেস সিপিএম নেতৃত্বাধীন বামেদের রাজ্যের ক্ষমতা থেকে সরাতে পারেনি। তৃণমূলের জন্মের পর থেকে বামেদের সরাতে বিজেপির হাত ধরে। সেই সময় থেকে স্লোগান তোলা হয়েছিল চুপচাপ ফুলে ছাপ। মঙ্গলবারের পর বুধবারেও রাজীব বন্দ্যোপাধ্যায় সেই চুপচাপ ফুলে ছাপের স্লোগান তোলেন। কিন্তু এদিন গুড়াপের সভা থেকে সেই স্লোগান সংশোধন করিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চুপচাপ ফুলে ছাপ দিলেই হবে না, পদ্মফুলে ছাপ দিতে হবে। এরপরেই তিনি মহাকাব্যে চলে যান। বলেন, যে পদ্মফুল দিয়ে দেবী দুর্গার বোধন করেছিলেন ভগবান রামচন্দ্র। এরসঙ্গেই তিনি আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি বলেন, একজন রেগে যাচ্ছেন জয় শ্রীরাম বললে, অন্যজন রেগে যাচ্ছেন ভাইপো বললে।

তৃণমূলের 'খেলা হবে' পাল্টা বের করে ফেলল বিজেপিও! সোশ্যাল মিডিয়ায় স্লোগান হল ভাইরাল তৃণমূলের 'খেলা হবে' পাল্টা বের করে ফেলল বিজেপিও! সোশ্যাল মিডিয়ায় স্লোগান হল ভাইরাল

English summary
West Bengal Election 2021: Suvendua Adhikari criticises Mamata Banerjee on Singur issue fron Gurap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X