mamata banerjee trinamool congress nandigram bjp suvendu adhikari west bengal west bengal assembly election 2021 মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিজেপি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ politics
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে বাজি শুভেন্দুই
নন্দীগ্রাম (nandigram) থেকে বিজেপির (bjp) প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন বিজেপির প্রার্থী তালিকায় ৫৭ জনের নাম ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নন্দীগ্রাম থেকে শুভেন্দুর অধিকারী নাম রয়েছে। শুক্রবারই নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস।

ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম
শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরে ১৮ জানুয়ারি প্রথমবার নন্দীগ্রামে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রাম থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক্ষেত্রে তিনি নন্দীগ্রামকে বড় বোন এবং ভবানীপুরকে মেজো বোন বলেছিলেন। এরপরেই শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ওই কেন্দ্র থেকে বিজেপির যেই প্রার্থী হোন না কেন, অন্তত ৫০ হাজার ভোটে হারবেন মাননীয়া। এরপর শুক্রবার তৃণমূলের তালিকায় নন্দীগ্রাম, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনই বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা। নন্দীগ্রামে প্রত্যাশা মতেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর

শুভেন্দু নন্দীগ্রামকে চেনেন হাতের তালুতে
রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে চেনেন হাতের তালুতে। প্রথমে ২০০৭ সালে নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন। পরবর্তী সময়ে তমলুক থেকে ২০০৯-এ প্রতিদ্বন্দ্বিতা। ২০০৯ সাল থেকে নন্দীগ্রামে ভোট পরিচালনার দায়িত্বে শুভেন্দু অধিকারী। ২০১৪-তেও তমলুক থেকে জয়। এরপর ২০১৬-তে নন্দীগ্রাম থেকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা এবং রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতর সামলান তিনি। এরপর গত ১৯ ডিসেম্বর তিনি মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেন।

শুভেন্দুই জিতবে বলেছেন শিশির
এদিন দিল্লিতে বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেন অরুণ সিং। তিনি জানান, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিংরা এই প্রার্থী তালিকা তৈরি করেছেন। সেখানেই তিনি নন্দীগ্রাম নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারীর নাম বলেন। এরপরেই সংবাদ মাধ্যমের তরফে শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুভেন্দুই বিপুল ভোটে জিতবে। অর্থাৎ তৃণমূল নেত্রী হারবেন। তবে তিনি এই কথা পুত্র স্নেহে বলছেন না বলেও জানান। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীকে বাংলার ভবিষ্যৎ বলে প্রোজেক্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল কংগ্রেস করছেন, এই মুহুর্তে মানুষের মন ভেঙে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

লক্ষ ভোটে হারবেন শুভেন্দু, দাবি তৃণমূলের
এদিকে নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম বিজেপির ঘোষণা করার পরেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, শুভেন্দু অধিকারী ওই কেন্দ্র থেকে অন্তত লক্ষ ভোটে হারবেন।